বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা
রিয়াল ম্যানসিটি ড্র

ইতিহাদে হবে ফাইনাল!

ক্রীড়া ডেস্ক

ইতিহাদে হবে ফাইনাল!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগে ফাইনাল দেখে নিল ফুটবলপ্রেমীরা! গত মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা দারুণ একটা ম্যাচ হলো। রিয়াল মাদ্রিদ আক্রমণ করল ১৩ বার। ম্যানসিটি ১০ বারের সাঁড়াশি আক্রমণে জবাব দিল। বল দখলের লড়াইয়ে ম্যানসিটি কিছুটা এগিয়ে থাকলেও রিয়াল মাদ্রিদও কম যায়নি। দুরন্ত ম্যাচটা শেষ হলো ১-১ গোলের ড্র নিয়ে। সামনের বুধবার ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের লড়াইয়ে ঠিক হবে ফাইনালের দল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি লড়াই বেশ আকর্ষণীয় হবে, এমনটা সবাই বলাবলি করছিলেন। দুটো দলেই আছেন ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো বেশ কয়েকজন ফুটবলার। রিয়াল মাদ্রিদের যেমন আছেন করিম বেনজেমা, ভিনিসাস জুনিয়র এবং রদ্রিগো। তেমনি ম্যানসিটির আছেন আরলিং হলান্ড, কেভিন ডি ব্রুইন এবং গুন্ডোগানের মতো ফুটবলার। মঙ্গলবারের লড়াইয়ে এরা সবাই আলো ছড়ালেন। বেনজেমা কখনো হেডে কখনো বুলেট গতির শটে বল জালে জড়ানোর চেষ্টা করেছেন। ডি বক্সের ভিতরে দুরন্তপনা দেখিয়েছেন ২২ বছর বয়সী নরওয়েজিয়ান ফুটবলার আরলিং হলান্ড। তবে গোল পাননি এই দুজনের কেউই। ম্যাচের ৩৬তম মিনিটে ভিনিসাস জুনিয়র এডুয়ার্ডোর পাসে বল পেয়ে গোল করেন। সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। প্রথমার্ধ্বে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। অবশ্য ম্যানসিটিও দুরন্ত ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধ্বে আক্রমণ আরও বাড়িয়ে দেয় তারা। ম্যাচের ৬৭ মিনিটে গুন্ডোগানের পাসে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন কেভিন ডি ব্রুইন। রিয়াল মাদ্রিদের মাঠে গোল পাওয়ায় সুবিধাজনক স্থানেই আছে ম্যানচেস্টার সিটি। সামনের ম্যাচে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করলেই ফাইনাল নিশ্চিত করবে পেপ গার্ডিওলার দল।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর