বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

জামালরা শক্তিশালী গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক

জামালরা শক্তিশালী গ্রুপে

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে এবারই প্রথম খেলবে লেবানন। আসরে তারাই সবচেয়ে শক্তিশালী দল। আর জামাল ভূঁইয়ারা তাদের গ্রুপে লড়বে। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত হয় সাফ ফুটবলের ১৪তম আসরের ড্র। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে অন্য দুটি দেশ হলো মালদ্বীপ ও ভুটান। আসরে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল লেবানন। তাদের অবস্থান ৯৯। অন্যদিকে মালদ্বীপ ১৫৪ ও ভুটানের অবস্থান ১৮৫। ১৯২ নম্বর স্থানে থেকে প্রতিপক্ষদের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। লেবানন ও মালদ্বীপ থাকায় বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিয়েই সংশয় রয়েছে। ২০০৯ সালের পর বাংলাদেশ আর সেমিফাইনাল খেলতে পারেনি। গ্রুপ পর্ব খেলে বিদায়। স্বাগতিক ভারত খেলবে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো অংশ নেওয়া কুয়েত, নেপাল ও পাকিস্তান। কুয়েত ১৯৮২ সালে বিশ্বকাপ ফুটবলে অংশ নিলেও ফুটবলে তারা বেশ পিছিয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১০১ নম্বরে হলেও কুয়েত আছে ১৪৩তম স্থানে। নেপাল ১৭৪ ও পাকিস্তান আছে ১৯৫ নম্বরে। বেঙ্গালুরুতে ২১ জুন সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। শেষ হবে ৪ জুলাই। এদিকে বাংলাদেশ পুরুষ দলের জন্য সুখবর হচ্ছে, এশিয়ান গেমসে শেষ পর্যন্ত খেলার অনুমতি পেয়েছে। একই সঙ্গে এবার গেমসে বাংলাদেশের নারী দল প্রথমবারের মতো খেলবে।

 

সর্বশেষ খবর