শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

আজই কি ইতিহাস গড়বে কিংস

ক্রীড়া প্রতিবেদক

আজই কি ইতিহাস গড়বে কিংস

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। অথচ এ কমপ্লেক্স ঘিরে বিদেশিদের প্রশংসার শেষ নেই। যারা পরিদর্শনে এসেছেন তারা বলেছেন, বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ কমপ্লেক্সে বসুন্ধরা অ্যারিনা আজই ইতিহাসের বড় সাক্ষী হতে পারে; যা অন্য ভেন্যুতে হয়নি। পেশাদার ফুটবল লিগে কিংস অ্যারিনায় আজ দ্বিতীয় লেগে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে। বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে। আজ কিংস জিতলে শুধু চ্যাম্পিয়নই হবে না, এমন ইতিহাস গড়বে যা ৭৫ বছরে ঘরোয়া ফুটবলে কেউ পারেনি। ১৯৪৮ সালে লিগ শুরু হওয়ার পর অনেক ক্লাবই চ্যাম্পিয়ন হলেও টানা তিন অর্থাৎ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান্ডারার্স, আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংসই। এর মধ্যে আবার আবাহনীর দুবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রেকর্ড রয়েছে। কিন্তু বসুন্ধরা কিংস জিতলে টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হয়ে বিরল এক রেকর্ড গড়বে।

২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে পরের মৌসুমে দেশের ফুটবলে সেরা আসর পেশাদার লিগে আবির্ভাব ঘটে কিংসের। ২০১৮-১৯ মৌসুমে অভিষেকেই লিগ জিতে নতুন এক ইতিহাস লিখে ফেলে। এরপর আরও দুবার শিরোপা জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কিংস। ওয়ান্ডারার্স, আবাহনী ও মোহামেডান অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়নে রেকর্ড গড়লেও কেউ তো আর লিগে নতুন এসেই টানা তিনবার চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই রেকর্ড শুধু কিংসেরই হতে পারে। আজ টানা চারবার চ্যাম্পিয়ন হলে কিংস যেমন ৭৫ বছরের ইতিহাসে রেকর্ড গড়বে, তেমনি কিংস অ্যারিনাও ইতিহাসের সাক্ষী হয়ে যাবে।

কিংসের আরও চার ম্যাচ বাকি রয়েছে। আজ যদি হেরেও যায় তাহলে বাকি তিনের এক ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। তবে কোচ অস্কার ব্রুজোন চান আজই শিরোপা নিশ্চিত করতে। তিনি বলেন, ‘শেখ রাসেল অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। জিততে তাদের বিপক্ষে সেরাটাই খেলতে হবে। আমার ফুটবলাররা মুখিয়ে আছে শুক্রবারই ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করতে।’

আজ যেমন বসুন্ধরার দিন হতে পারে, তেমনি ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো বিরল রেকর্ড গড়তে পারেন। কেননা এর আগে পাকির আলী, সামাদ ইউসুফ ও আইডু ইবরাহিম আবাহনীর হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও রবসনও সে খাতায় নাম লেখাতে চলেছেন। তবে রবসনই হবেন প্রথম অধিনায়ক, যিনি বিদেশি খেলোয়াড় হিসেবে দলকে টানা দুবার শিরোপা এনে দেবেন। এবার কিংসে তিনি নিয়মিত অধিনায়ক হলেও গত লিগে ইনজুরির কারণে তপু বর্মণ না খেলায় কিংসকে তিনিই নেতৃত্ব দিয়েছেন। অস্কার তো বিদেশি কোচ হিসেবে আগেই রেকর্ড গড়েছেন। আজ আরেকটি হতে পারে। ১৬ ম্যাচে কিংসের সংগ্রহ ৪৩। কিংস আজ পুরো পয়েন্ট পেলে বাকি তিন ম্যাচ হারলেও তাতে যাবে-আসবে না। ঢাকা আবাহনী ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

বসুন্ধরা কিংস আজই চ্যাম্পিয়ন হবে শেখ রাসেলকে হারালে। চলতি মৌসুমে এটি দুই দলের চতুর্থ ও শেষ লড়াই। আগের তিন মুখোমুখিতে স্বাধীনতা কাপ, লিগের প্রথম পর্ব ও ফেডারেশন কাপে জিতেছে বসুন্ধরা কিংস। তবু মাঠে সতর্ক থাকবেন রবসনরা। গেল ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারানোর আগে কিংস লিগে প্রথম হার মানে পুলিশের কাছে। এর আগে আবার ফেডারেশন কাপ সেমিফাইনালে মোহামেডানের কাছে। কিংসের রক্ষণভাগে দুর্বলতা যেমন চোখে পড়ছে, তেমনি সহজ সহজ গোলের সুযোগ নষ্ট করছে। শেখ রাসেলের বিপক্ষে তাই সব পজিশনেই সেরাটা দিতে হবে। উল্লেখ্য, প্রথমবার লিগ চ্যাম্পিয়নে কিংস একমাত্র ম্যাচটি হেরেছিল শেখ রাসেলের কাছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর