ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড খেলেই বিদায় নিলেন রাশিয়ার তারকা ড্যানিল মেদভেদেভ। প্রথম রাউন্ডে তিনি পাঁচ সেটের লড়াইয়ে হেরেছেন ব্রাজিলের থিয়াগো সেবোথের কাছে। থিয়াগো ম্যাচটা জয় করেছেন ৭-৬, ৬-৭, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে। ২০২১ সালে ইউএস ওপেন জয় করার পর আর কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয় করতে পারেননি তিনি। অবশ্য চলতি বছরে তার রেকর্ড বেশ ভালোই ছিল। কিছুদিন আগে ক্লে কোর্ট টুর্নামেন্ট ইতালিয়ান ওপেন জয় করেছেন তিনি।