সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ৯ প্রবাসী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান এবার শক্তিশালী রূপ ধারণ করে মাঠে নামবে। হামজা দেওয়ানের সঙ্গে যাকে তুলনা করা হয় সেই ইয়াশাহা সুলেমানিকে দেখা যাবে বেঙ্গালুরুতে। ইংল্যান্ড বয়সভিত্তিক দলে একসময় নিয়মিত ফুটবলার ছিলেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ দলে। অ্যাস্টনভিলার একাডেমিতে বেড়ে ওঠা ইয়াশাহ খেলেছেন ক্লাবটির মূল দলেও। শুধু তিনি নন সাফের প্রাথমিক স্কোয়াডে বেশ কিছু প্রবাসী ফুটবলার রেখে চকম দেখিয়েছে পাকিস্তান। এর মধ্যে অন্যতম ওটিসখান ইংল্যান্ড জাতীয় দলে খেলা জলাঞ্জলি দিয়ে তিনিও নাম লিখিয়েছেন পাকিস্তান ফুটবল দলে। একসময় খেলেন ম্যানচেস্টার ইউনাইটেড, শেফিল্ড ইউনাইডেট যুব দলে। বর্তমান ইংল্যান্ডের চতুর্থ বিভাগ দল প্রিমসাব টাউনের হয়ে খেলছেন ওটিস। সব মিলিয়ে আসন্ন সাফে ৯ জন প্রবাসী ফুটবলারকে পাকিস্তান দলে নিয়েছে যারা বিভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে চারজনের রয়েছে যুক্তরাজ্যের পাসপোর্ট। বাকি পাঁচজন জন্ম নিয়েছে ডেনমার্কে।

সর্বশেষ খবর