বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

জকোভিচ-আলকারাজ লড়াই সেমিতেই

ক্রীড়া ডেস্ক

জকোভিচ-আলকারাজ লড়াই সেমিতেই

গত বছর মাদ্রিদ ওপেনে প্রথমবার তরুণ কার্লোস আলকারাজের মুখোমুখি হন নোভাক জকোভিচ। প্রথম সাক্ষাতেই স্প্যানিশ তরুণের কাছে সেটের লড়াইয়ে হেরে যান তিনি। মাদ্রিদ ওপেনে আলকারাজ চ্যাম্পিয়ন হন সেবার। মাদ্রিদ ওপেনে এ বছরও চ্যাম্পিয়ন হয়েছেন এই স্প্যানিশ তরুণ। ফ্রেঞ্চ ওপেনে খেলছেন শীর্ষ বাছাই হিসেবে। এবার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেনে নোভাক জকোভিচ চ্যাম্পিয়ন হয়েছেন দুবার। ২০১৬ ও ২০২১ সালে। ২২টি গ্র্যান্ডস্লাম ট্রফি জয় করা এই সার্বিয়ান এবার ফ্রেঞ্চ ওপেনেও ফেবারিট। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন তিনি। রাফায়েল নাদাল না থাকায় ফ্রেঞ্চ ওপেনেও জকোভিচই ফেবারিট। তবে আলকারাজ বাধা পাড়ি দিতে পারবেন কি তিনি! আগামীকাল সন্ধ্যায় সেমিফাইনাল খেলতে নামবেন জকোভিচ-আলকারাজ। স্প্যানিশ তরুণ আলকারাজকে বেশ আগে থেকেই রাফায়েল নাদালের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে স্পেনে। গত বছর তিনি ইউএস ওপেন জয় করেছেন। ২০ বছর বয়সী এই তরুণ স্প্যানিয়ার্ড এরই মধ্যে তারকাখ্যাতি অর্জন করেছেন। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে দারুণ একটা লড়াই আশা করতে পারেন টেনিসপ্রেমীরা।

 

সর্বশেষ খবর