বার্সেলোনায় একসঙ্গে অনেক দিন খেলেছেন লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস। আর্জেন্টাইন তারকা পিএসজিতে যাওয়ার পর তাদের বিচ্ছেদ হয়। আবারও দুজনেই সতীর্থ হতে যাচ্ছেন। মেসির পর এবার বুসকেটসও মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। দুই পক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে যে কোনো সময় তাদের চুক্তি হয়ে যেতে পারে।