ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জস বাটলার পারিবারিক কারণে বিশ্বকাপের শুরুর দিকে থাকতে পারছেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন তিনি। বাটলার না থাকলে সহঅধিনায়ক মইন আলি ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন। এজন্য প্রস্তুত আছেন তিনি। মইন বলেন, ‘যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে সেটা হবে অনেক বড় সম্মানের।’ তবে অধিনায়ক হলেও দলে কোনো পরিবর্তন আসবে না বলে জানালেন তিনি। বাটলার ফিরে এলে আবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে মইন আলির নেতৃত্বে একটি ওয়ানডে ও ১২টি টি-২০ ম্যাচ খেলেছে ইংল্যান্ড।