শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

উইম্বলডনের ফাইনালে আলকারাজ

ক্রীড়া ডেস্ক

উইম্বলডনের ফাইনালে আলকারাজ

উইম্বলডনের পুরুষ এককে গতকাল সেমিফাইনালে মুখোমুখি হন তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ এবং পঞ্চম বাছাই রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। লড়াইটা ভালোভাবেই শুরু করেছিলেন রুশ তারকা। প্রথম সেটে টাইব্রেকারে জয় পান মেদভেদেভ। তবে পরের দুই সেটেই হেরে যান তিনি। আলকারাজ প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। ৬-৩, ৬-৩ গেমে জয় পান স্প্যানিশ তারকা। চতুর্থ সেটে দুই তারকাই সমানে সমানে লড়েছেন। শেষ পর্যন্ত ৬-৪ গেমে সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন আলকারাজ।

কার্লোস আলকারাজ গত বছর উইম্বলডন জয় করেছেন। ফাইনালে তিনি পরাজিত করেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলেকজান্ডার জেভরভকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি জয় করেছেন আলকারাজ। এবার উইম্বলডনে তিনি চতুর্থ গ্র্যান্ড স্লাম ট্রফির জন্য লড়াই করছেন। ড্যানিল মেদভেদেভ ২০২১ সালে ইউএস ওপেন জয় করেন। সেবার ফাইনালে তিনি পরাজিত করেন নোভাক জকোভিচকে। এরপর অস্ট্রেলিয়ান ওপেনে দুবার ফাইনাল খেলেও আর গ্র্যান্ড স্লাম ট্রফির দেখা পাননি। গতকাল উইম্বলডনে ফাইনালে উঠার লড়াইটা ভালোভাবে শুরু করলেও শেষ দিকে আর পারেননি। একের পর এক পয়েন্ট জিতে ম্যাচটাই জিতে নেন আলকারাজ। স্প্যানিশ এ তরুণ তিনবার গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছেন। এবারেও কি তিনিই জিতবেন!

 

সর্বশেষ খবর