এবারের বিপিএলের আসরে দেশি-বিদেশি এক ঝাঁক তরুণ তারকা ক্রিকেটার নিয়ে দল গড়েছে রংপুর রাইডার্স। ফ্রাঞ্চাইজি দলটি ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, কার্টিস ক্যাম্ফার, মৌম্য সরকার ও সাইফুদ্দিনদের মতো ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। শুধু দলই নয়, প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারকে। এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স। বিপিএলে আর্থার এবার প্রথম নয়, তিনি ২০১৫-১৬ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। রংপুর রাইডার্সের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে ফের বিপিএলে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি। ফ্রাঞ্চাইজি লিগ ছাড়াও জাতীয় দলের কোচিংয়েও পরিচিত নাম মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার কোচিং ক্যারিয়ারে নিজের দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন।
এবার আসরের আগেই সরাসরি চুক্তিতে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে নিয়েছে রংপুর। আছেন বিদেশি ক্রিকেটার অ্যালেক্স হেলস, কার্টিস ক্যাম্ফার, ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। আর ড্রাফট থেকে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুরকে দলে নিয়েছে তারা। আছেন জাতীয় দলের তারকা সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাহিদ রানা, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার।