প্রথম লিগে আজ শেষ বড় বাধায় লড়বে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। টানা সাত ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগের অষ্টম রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। বিকাল পৌনে ৩টায় ম্যাচটি শুরু হবে। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গোপীবাগের দলটি চতুর্থ স্থানে থাকলেও ম্যাচটি মোহামেডানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, আজ জিতলে এক ম্যাচ আগেই প্রথম লেগে শীর্ষে থাকা নিশ্চিত করবে। অবশ্য ড্র হলেও শীর্ষে থাকার সম্ভাবনা বেশি। কেননা, নবম রাউন্ডে মোহামেডানের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় তলানিতে থাকা ইয়ংমেন্স ফকিরেরপুল। হারলে লিগ জমে উঠবে। মৌসুমের প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপে হার ও ফেডারেশন কাপে এক ম্যাচ আগেই কোয়ালিফায়ারে ব্যর্থ হলেও লিগে দুর্দান্ত খেলছেন সাদা-কালোরা। প্রথমবারের মতো শিরোপা জিততে আজও মোহামেডান সেরাটা দিয়েই খেলবে। ব্রাদার্সকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। কিংস অ্যারিনাতেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ড্র করে রুখে দিয়েছে তারা। বলা যায় জেতা ম্যাচই ড্র করেছে ব্রাদার্স। ইনজুরি টাইমে গোল শোধ করে হার এড়িয়েছেন মিগেলরা। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে আজ ইয়ংমেন্স ফকিরেরপুল ও ঢাকা ওয়ান্ডারার্স লড়বে।
আগামীকাল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস মাঠে নামবে। সাত ম্যাচে ১৬ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে আবাহনী। মুন্সিগঞ্জে অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ রহমতগঞ্জ। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া রহমতগঞ্জের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। সমান ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৫। আবাহনী জিতলে যেমন দ্বিতীয় স্থান ধরে রাখবে, অন্যদিকে রহমতগঞ্জ জয় পেলে ২-এ উঠে আসবে। নিজেদের ঘরের মাঠ হলেও কাল কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংস অ্যাওয়ে ম্যাচ খেলবে ফর্টিস এফসির বিপক্ষে। অপেক্ষাকৃত দুর্বল হলেও ফেডারেশন কাপে ২-০ গোলে ফর্টিস হারায় বসুন্ধরা কিংসকে। সে ক্ষেত্রে রাকিবদের সতর্ক হয়েই খেলতে হবে। কিংস ১৩ পয়েন্ট নিয়ে এখনো ৫-এ রয়েছে।