চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর বসেছিল ৮ বছর আগে। ইংল্যান্ডে আট জাতির ওই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে অবশ্য কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৫ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। পাকিস্তান-দুবাইয়ে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নাজমুল হোসেন টাইগাররা ঢাকা ছাড়বেন ১৩ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দুই দিন ধরে অনুশীলন করছে নাজমুল বাহিনী। ৫০ ওভারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। বাংলাদেশের মিশন শুরু ২০ ফেব্রুয়ারি ভারত ম্যাচ দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের ম্যাচ দুটি খেলবে রাওয়ালপিন্ডিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে তিন দলই। ভারত দুবার এবং পাকিস্তান ও নিউজিল্যান্ড একবার করে শিরোপা জিতেছে। এমন তিন দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই বলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই চ্যালেঞ্জিং হবে। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। তারপরও আশাবাদী। খেয়াল করলে দেখবেন, অতীতে আমরা ব্যাটিং সমস্যায় ভুগেছি। কিন্তু ঘরোয়া ক্রিকেট দেখে বুঝা যাচ্ছে, ব্যাটাররা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তার ব্যক্তিগত ইনিংসগুলো বড় করতে পারছে। দলের স্কোর বড় করছে। জুটিও গড়ছে। পরিকল্পিত ক্রিকেট খেলছে ব্যাটাররা। এসব দেখে আমি ভালো কিছু হবে আশাবাদী। ব্যাটিং সমস্যাটা কেটে যাচ্ছে। বোলিং নিয়ে আমি স্বস্তিতে। বোলাররা ভালো করছে।’ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় ১৯৯৮ সালে ঢাকায়। প্রথম আসরের নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ খেলছে ২০০০ সালের দ্বিতীয় আসর থেকে। ২০০০, ২০০২, ২০০৪ ও ২০০৬ পর্যন্ত টানা আসরগুলোতে খেলেছে। এরপর খেলতে পারেনি ২০০৯ ও ২০১৩ সালে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে সেমিফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবার ষষ্ঠবার খেলবে। এর আগে যে পাঁচবার খেলেছে, তাতে সাকুল্যে ম্যাচ খেলেছে ১২টি এবং জয় মাত্র দুটি। ২০০৬ সালে প্রথম জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে। শাহরিয়ার নাফিসের অপরাজিত ১২৩ রানের ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৫০ ওভারে ৬ উইকেটে ২৩১ রান। সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৪৪.৪ ওভারে ১৩০ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। ২০১৭ সালে দ্বিতীয় জয়টি পায় টাইগাররা। ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে আসর শুরু করে সেবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তখনই সম্ভাবনা জেগে ওঠে টাইগারদের সেমিফাইনাল খেলার। এজন্য নিউজিল্যান্ডকে হারাতেই হতো। সাকিবের সেঞ্চুরিতে (১১৪) নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৫ উইকেটে। এবার কতদূর যাবে নাজমুল বাহিনী। প্রতিপক্ষ তিন চ্যাম্পিয়ন।
শিরোনাম
- জাকের-শামিমের লড়াকু ইনিংসও রক্ষা করতে পারলো না বাংলাদেশকে
- শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- এমবাপের জোড়া গোল, রিয়াল মাদ্রিদের চতুর্থ টানা জয়
- বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই
- ওমানে দেওয়াল ধসে ফটিকছড়ির ঠিকাদারের মৃত্যু
- নিজের দেশে ফিরে যাও: যুক্তরাজ্যে শিখ নারীকে ধর্ষণের পর বর্ণবাদী মন্তব্য
- যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জিএস মাজহারুল
- ‘কুলি’তে ক্যামিও নিয়ে সমালোচনার অভিযোগ অস্বীকার আমিরের
- গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আওয়ামী লীগ নেতার
- নতুন কোনো ফ্যাসিবাদকে শিকড় গাড়তে দেওয়া হবে না: মামুনুল হক
- জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু?
- নাইক্ষ্যংছড়িতে এসিড নিক্ষেপ: গৃহবধূর মৃত্যু
- কুষ্টিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলার আয়োজন
- জেলা প্রশাসনের সহকারীরা সূর্যের মতো কাজ করে: চট্টগ্রাম ডিসি
- সাংবাদিক জাকারিয়া চৌধুরীর পিতার দাফন সম্পন্ন
- সুন্দরবনে নদীর স্রোতে ভেসে গেল মাদরাসা ছাত্র
- ফাজিল পরীক্ষার ফল সোমবার
- দিনাজপুরে স্পীড ব্রিডিং কর্মশালা: অতিদ্রুত গমের জাত উদ্ভাবনে নতুন দিগন্ত
- শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বরকত উল্লাহ বুলু
- গণতন্ত্র ও শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকে : তারেক রহমান
নাজমুলদের জন্য চ্যালেঞ্জিং : ফাহিম
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম