সিলেটের পর মিরপুরেও সেঞ্চুরি করেন নিক কেলি। কেলির সেঞ্চুরিতে সিলেটে চার দিনের অফিশিয়াল টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড ‘এ’। মিরপুরে তার সেঞ্চুরির ম্যাচটি ড্র হয়েছে। অবশ্য মিরপুরের আনঅফিশিয়াল টেস্ট ড্রয়ে মুখ্য ভূমিকা রেখেছে বৃষ্টি। ম্যাচটির শুরুর তিন দিনে কোনো না কোনো সেশনে খেলা হয়নি বৃষ্টিতে। গতকাল চতুর্থ দিন খেলা হয়েছে। গতকালই খেলার উপযুক্ত ছিল। ম্যাচের ফল নির্ধারণে কোনো ভূমিকা রাখবে না বলে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দেন দুই আম্পায়ার। বৃষ্টি¯œাত চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। সিলেটে জেতায় দুই ম্যাচ সিরিজটি জিতেছে নিউজিল্যান্ড ‘এ’। অবশ্য ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল নুরুল হাসান সোহানের বাংলাদেশ ‘এ’। প্রথম ইনিংসে বাংলাদেশ তিন হাফ সেঞ্চুরিতে ৩৫৭ রান করে। সোহান বাহিনীর পক্ষে মোহাম্মদ নাঈম ৮২, সাইফ হাসান ৫১ ও অমিত হাসান ৬৭ রান করেন। জবাবে সফরকারী নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৭৯ রানে গুটিয়ে যায়। দলটির পক্ষে নিক কেলি ১০৩ রান করেন ১৬৭ বলে ৭ চার ও ৬ ছক্কায়। সেঞ্চুরি করে ম্যাচসেরাও হয়েছেন তিনি। সিলেটে খেলেছিলেন ১২২ রানের ইনিংস। টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি নিক কেলির। ২২ রানে পিছিয়ে থেকে গতকাল চতুর্থ দিন খেলতে নামে সোহান বাহিনী। ২৪ ওভারে ২ উইকেটে ৮৭ রান তোলার পর আম্পায়ারদ্বয় খেলা বন্ধ করে দেন। ম্যাচ ড্র হয়। স্বাগতিক দলের পক্ষে ওপেনার এনামুল হক বিজয় ২৪ ও সাইফ হাসান ১৬ রান করে সাজঘরে ফেরেন। জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন।
চলতি বছর আরও একটি সিরিজ খেলার কথা বাংলাদেশ ‘এ’ দলের। সব ঠিক থাকলে আগস্টে ২টি চার দিনের ও ৬টি টি-২০ খেলতে অস্ট্রেলিয়া যাবে। যদিও সিরিজটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি কিছু।
বাংলাদেশ ‘এ’
প্রথম ইনিংস : ৩৫৭ ও দ্বিতীয় ইনিংস : ৮৭/২, ২৪ ওভার (এনামুল বিজয় ২৪, জাকির হাসান ২৪*, সাইফ হাসান ১৬, অমিত হাসান ২১*; ফোকস ৬-০-২৮-১, লিস্টার ৪-০-১৭-১, লেনক্স ১০-০-২১-০, ফক্সক্রফট ৪-১-১৯-০)।
নিউজিল্যান্ড ‘এ’
প্রথম ইনিংস, (আগের দিন ২৭৭/৪) ১২৫.২ ওভারে ৩৭৯ (নিক কেলি ১০৩, বয়েল ৫৮, ফক্সক্রফট ২৭, ফোকস ১৪, লেনক্স ২০,। খালেদ ২১-১-১০০-৩, নাঈম ৪৪.২-১০-১০২-৪, নাসুম ২৭-৫-৮১-০, মুরাফ ২৫-৫-৭১-০, সাইফ ৮-১-১৮-১)