টি-২০ এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর। এ ফরম্যাটের এশিয়া কাপে সাফল্য পেতে সিলেটে কঠোর পরিশ্রম করছেন লিটন, তানজিদ, তানজিম, পারভেজরা। এশিয়া কাপ খেলতে টাইগাররা ‘মরুরাজ্য’ সংযুক্ত আরব আমিরাতে যাবেন ৬ সেপ্টেম্বর। এশিয়ার কাপের প্রস্তুতি হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন লিটনরা। সিরিজ খেলতে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে নেদারল্যান্ডস ক্রিকেট দল গতকাল ঢাকা হয়ে সিলেট যান। টিউলিপের দেশটির বিপক্ষে এর আগে পাঁচটি টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ। এবারই প্রথম ঘরের মাটিতে ডাচ ক্রিকেটারদের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবেন টাইগাররা। সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুই দেশ এর আগে পরস্পরের বিপক্ষে টি-২০ ম্যাচ খেলেছে পাঁচটি। চার জয়ে পরিসংখ্যানের পাল্লাটা ৮০ শতাংশ হেলে আছে বাংলাদেশের দিকে। ২০১২ সালে দুই দেশ এখন পর্যন্ত একটি মাত্র টি-২০ সিরিজ খেলেছে। দ্য হেগে সিরিজের দুই ম্যাচ দুই দল জিতেছিল। দুই দলের প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। পরের ম্যাচ নেদারল্যান্ডস জিতে যায় ১ উইকেটে। পরের তিন ম্যাচ টানা জিতেছেন টাইগাররা। ম্যাচ তিনটি টি-২০ বিশ্বকাপে। ২০১৬ সালে ভারতের ধর্মশালায় বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে টাইগাররা জয় পান ৮ রানে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে হোবার্টে ফের টাইগাররা জেতেন ৯ রানে। ২০২৪ সালে জ্যামাইকার কিংসটাউনে টি-২০ বিশ্বকাপের ম্যাচটি জেতে ২৫ রানে। টি-২০ সিরিজ খেলতে নেদারল্যান্ডস এবারই প্রথম এসেছে বাংলাদেশে।
বিসিবি ইতোমধ্যে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা। ক্লাব হাউসের টিকিট মূল্য ৫০০ টাকা। বিসিবির টিকিট কেনা যাবে https://gobcbticket.com.bd/ ওয়েবসাইট থেকে।