ইনজুরি থেকে ফিরে আবুধাবি টেস্টে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। দুই ইনিংসেই ব্যর্থ তিনি। তারপরেও অতিরিক্ত চাপ অনুভব করছেন না জয়াবর্ধনে। তিনি বলেন, 'আমার ওপর অতিরিক্ত কোনো চাপ নেই। কিন্তু এটা ঠিক যে শ্রীলঙ্কার হয়ে মাঠে নামাটাই একটা চাপ। যদিও এটা হতো যে আমি বেশ কয়েকটি ম্যাচ খেলেছি কিন্তু ভালো কোনো ইনিংস খেলতে পারিনি। কিন্তু আমি তো সবেমাত্র একটা ম্যাচ খেললাম। তবে টেস্টে অনেক দিন পর খেলতে নেমে ভালো করাটা সত্যিই কঠিন। তবে আমি চেষ্টা করে যাচ্ছি বড় ইনিংস খেলার।' আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের অভিষিক্ত বোলার বিলাওয়াল ভাট্টির প্রথম বলেই তিনি আউট হয়ে যান। এ সম্পর্কে জয়াবর্ধনে বলেন, 'ভাট্টি নতুন বোলার। এর আগে আমি তাকে কখনো ফেস করিনি। সতীর্থদের কাছে শুনেছিলাম, ওয়ানডেতে তিনি নাকি ভালো বোলিং করেছেন।'