গুঞ্জন
রবিবার মাত্র শেষ হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন। অথচ এখন থেকেই ক্রীড়াঙ্গনে গুঞ্জন শুরু হয়ে গেছে সম্ভাব্য নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী নিয়ে। এর মধ্যে আবার অনেকের নামও শোনা যাচ্ছে। বেশ ক'জন ক্রীড়াবিদ এবার নির্বাচিত হলেও গুঞ্জনের তালিকায় তাদের নাম নেই। সম্ভাব্য ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে ঢাকা-১০ আসনে ফজলে নূর তাপস ও ঢাকা-৪ আসনে নির্বাচিত আবু হোসেন বাবলার নাম শোনা যাচ্ছে। কেউ কেউ আবার বলছেন এবার প্রথম ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কোনো মহিলাকে দেখা যেতে পারে। উল্লেখ্য, গত দুই মেয়াদে বিএনপি ও আওয়ামী লীগ থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন নাটোরের সংসদ সদস্যরা।
১২ জানুয়ারি বিসিএল
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। জাতীয় লিগ না হওয়ায় এবারে এ লিগকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে। সিঙ্গেল পদ্ধতিতে শীর্ষে থাকা দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। লিগ চার দিন ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচ দিনে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালের চূড়ান্ত ভেন্যু নির্ধারণ হলেও এখনো অন্য ভেন্যু ঠিক করা যায়নি। জানা গেছে, আজকালের মধ্যে সব কিছু চূড়ান্ত হবে।
অবশ্যই
১৯৯৯ সাল থেকে দেশে ফুটবলে আন্তর্জাতিক টুর্নামেন্টের দেখা নেই। অথচ ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন টুর্নামেন্ট করার বার বার প্রতিশ্রুতি দেন। এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জেতার পর বাফুফে এক কর্মকর্তা বলেন, অতীত ভুলে যান। এবার অবশ্যই আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। সালাউদ্দিন ভাই না পারলে আমরাই উদ্যোগ নেব।
লিটলের জয়
কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে লিটল ফ্রেন্ডস পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে শান্তিনগরকে হারিয়ে দেয়। লিটন বিজয়ী দলের পক্ষে গোলটি করেন। দিনের আরেক ম্যাচে পুলিশ ১-০ গোলে ইস্টএন্ডকে হারিয়ে দেয়। কবিরুল ইসলাম বিজয়ী দলের পক্ষে গোলটি করেন।
১২তম জিয়া
ইংল্যান্ডের ইস্ট সাসেঙ্রে হেসটিংস শহরের হনটাই পার্ক স্পোর্টস কমপ্লেঙ্ েঅনুষ্ঠিত ৮৯তম হেসটিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসের মাস্টারস দাবা টুর্নামেন্টে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান দ্বাদশ স্থান লাভ করেছেন। তিনি ৯ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেছেন। গত শনিবার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া ইংল্যান্ডের আন্তর্জাতিক নট সায়মন জি বিকে পরাজিত করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মচেডলিশভ্যালি চ্যাম্পিয়ন এবং জার্মানির গ্র্যান্ড মাস্টার কেইনকিন ইগর রানারআপ হন।
ক্ষুব্ধ ব্ল্যাটার
ব্রাজিল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি আশা করেছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। তবে দিনে দিনে তিনি হতাশই হচ্ছেন। বিশ্বকাপের বাকি মাত্র পাঁচ মাস। অথচ এখনো ব্রাজিলের স্টেডিয়ামগুলোই প্রস্তুত হতে পারেনি। এর বাইরেও তো অবকাঠামোগত উন্নয়ন রয়েছে। সবমিলিয়ে বিশ্বকাপের জন্য মোটেও প্রস্তুতি সারতে পারেনি ব্রাজিলিয়ানরা। এছাড়া ব্রাজিলে চলছে সরকারবিরোধী আন্দোলন। এসব কথা মনে করে ক্ষুব্ধ ফিফা সভাপতি বলছেন, 'ব্রাজিলকে বুঝতে হবে তারা শুরু করতে কতটা দেরি করেছে। আমি ফিফাতে আসার পর তারাই সবচেয়ে দেরি করেছে। অথচ তারাই সবচেয়ে বেশি সময় পেয়েছিল।' ব্রাজিলের বিক্ষোভ নিয়ে ব্ল্যাটার বলেন, 'আমি আশাবাদী, হতাশবাদী নই। ফুটবলকে রক্ষা করতেই হবে। আমি বিশ্বাস করি ব্রাজিলিয়ানরা ফুটবলকে কোনো আঘাত করবে না। কারণ, এখানে ফুটবল হচ্ছে ধর্মের মতো।'
সিরি এ শেষ!
মৌসুমের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইতালিয়ান সিরি এ লিগে জুভেন্টাস ৮ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। গত দুই মৌসুমের ইতিহাস বলছে টানা তৃতীয়বারের মতো ওল্ড লেডিরাই জয় করতে চলেছে সিরি এ। গত রবিবার দ্বিতীয় স্থানে থাকা রোমাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই শীর্ষ স্থান নিয়ে নিরাপদ দূরত্বে সরে যায় জুভেন্টাস। ১৮ ম্যাচে জুভদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। সমান ম্যাচে রোমা ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নেপোলির জন্য তো বটেই, এমনকি রোমার জন্যও এখন আর সিরি এ জয়ের স্বপ্ন দেখা সম্ভব নয়।