২৭ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুটি রাউন্ড খেলার সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা। ১২ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম শ্রেণীর ঘরোয়া এই টুর্নামেন্ট।
লম্বা আন্তর্জাতিক সূচি থাকায় তৃতীয় রাউন্ড শুরু হবে এপ্রিলের দিকে। শ্রীলঙ্কার পর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ, শেষ হবে ৬ এপ্রিল।
বিসিএলে যেন দেশের শীর্ষ সব খেলোয়াড় অংশ নিতে পারে সেভাবেই সূচি নির্ধারণ করছে ক্রিকেট বোর্ড বিসিবি। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার আগে দুটি ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন মুশফিকরা।