শুরুতেই গোল উৎসবে মেতেছে আবাহনী। হ্যাঁ, মোহামেডানসহ চার দলের বর্জনের পরও গতকাল থেকে দেশের জনপ্রিয় হকি আসর ক্লাব কাপের পর্দা উঠেছে। এর আগে চার দল ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছিল বিজয় দিবস টুর্নামেন্টের। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ফেবারিট ঢাকা আবাহনী লিমিটেড ৮-০ গোলে ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে বিজয়ের উৎসবটা দারুণভাবে করেছে। সত্যি বলতে কি এক তরফামূলক এ খেলায় আবাহনী যদি এক ডজন গোলে জিতে যেত তবুও অবাক হওয়ার কিছু থাকত না। দর্শক শূন্য গ্যালারিতে ম্যাচের কোনো প্রতিদ্বন্দ্বীতা ছিল না। শুরু থেকেই আক্রমণ চালিয়ে আবাহনী প্রতিপক্ষকে দিশেহারা করে রাখে। ১৩ মিনিটে দ্বীন ইসলাম গোলের সূচনা করেন। ১৯ মিনিটে খোরশেদুর, ২৪ মিনিটে নাইম উদ্দিন, ২৮ মিনিটে নিলয় জালে বল পাঠালে প্রথমার্ধেই আবাহনী ৪-০ গোলে এগিয়ে যায়।
জয় নিশ্চিত হওয়াতে দ্বিতীয়ার্ধে আবাহনী কিছু রিলাঙ্ েচলে যায়। তবুও ওয়ান্ডারার্সকে নিষ্ক্রীয় মনে হয়েছে। ৩ মিনিটেই ব্যবধান ৫-০ করেন খোরশেদুর। ১১ মিনিটে ওয়ান্ডারার্স আত্দঘাতী গোল হজম করে। ১৩ মিনিটে নিলয় ও ২১ মিনিটে আশরাফুল শেষ গোলটি করেন। এরপরও অসংখ্য সুযোগ পেলেও আবাহনী কাজে লাগাতে পারেনি। আজ উষা ক্রীড়াচক্র ও আজাদ মুখোমুখি হবে। প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ইউসিবির এঙ্িিকউটিভ ভাইস প্রেসিডেন্ট আলম ইউসুফ।