হেলেন উইল মুডি এবং ক্রিস এভার্টের যোগ্য উত্তরসূরি সেরেনা উইলিয়ামস। মার্কিন এই তারকা টেনিসে একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছেন। ৩২ বছর বয়সেও কোর্টে তিনি আলো ছড়াচ্ছেন একজন তরুণীর মতোই! একের পর এক জয় করে চলেছেন গ্র্যান্ডস্লাম এবং এককের শিরোপা।
কোথায় গিয়ে থামবেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে! এর কোনো উত্তর সেরেনা উইলিয়ামস জানেন না। তিনি কেবল এতটুকুই বলতে পারেন, ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। ৩২ বছর বয়সের এক তারকা সেরা সময়ে আছেন! সেরেনার এই বাক্যের যথার্থতা বুঝতে সত্যিই ব্যর্থ টেনিস সমালোচকরা। নাভ্রাতিলোভার মতে, একদিন সেরেনা স্টেফিগ্রাফকেও ছাড়িয়ে যাবেন।