পুনরায় পেশাদার লিগ
তিনদিন বন্ধ থাকার পর আজ থেকে পেশাদার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। লিগে উভয় দলেরই এটি হবে দ্বিতীয় ম্যাচ। শেখ জামাল ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনী আর ব্রাদার্স ০-১ গোলে আবাহনীর কাছে হেরে লিগ শুরু করেছিল। এ পর্যন্ত লিগে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দেশে উত্তপ্ত রাজনীতি অব্যাহত থাকলেও বাফুফে আশা করছে যথাসময়ে পেশাদার লিগ শেষ করা যাবে।
লক্ষ্য বিশ্বকাপ
যুব এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক ছিল না। গ্রুপ ম্যাচ খেলেই তাদের বিদায় নিতে হয়েছে। এই ব্যর্থতায় বিসিবি বেশ ক্ষুব্ধ। কি কারণে এত বাজে ফল ঘটলো তা তারা চিহ্নিত করতে চান। হাতে রিপোর্ট পাওয়ার পর বিসিবি ক্রিকেটারদের নিয়ে বসবে। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু যুব বিশ্বকাপ। বাংলাদেশের লক্ষ্য এখানে ভালো করা। তবে তার আগে ক্রিকেটারদের প্রস্তুতিটা ভালো করতে হবে। এ জন্য কোচেরও পরিবর্তন আসতে পারে।
উদ্বিগ্ন
দেশের যে পরিস্থিতি তাতে অনেকেই শঙ্কিত বাংলাদেশে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ আয়োজন করা যাবে কিনা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচেতনতাধর্মী সংগঠন তারুণ্যের জয় উদ্বেগ প্রকাশ করে বলেছে এমন পরিস্থিতি চলতে থাকলে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের ভেন্যু বাতিল হতে পারে। এতে করে দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হবে। অবিলম্বে তাই দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
সিটির জয়
কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সিটি ক্লাব পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সিটি ক্লাব ১-০ গোলে প্রান্তিক ক্রীড়া চক্রকে হারিয়ে দেয়। সিটির মোরসালিন একমাত্র গোলটি করেন। দিনের আরেক ম্যাচে ইউরো ফেমাস ২-২ গোলে ড্র করে দিলকুশার সঙ্গে।
বিশ্বকাপে নেই ওয়ালটক
হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছয় মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালটক। সোমবার ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিল বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইংল্যান্ড তারকার। এফএ কাপের তৃতীয় রাউন্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে শেষদিকে চোট পান ওয়ালকট।