ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর এবার লিগ কাপেও হারলো ম্যান ইউ। গতকাল মঙ্গলবার সেমি-ফাইনালের প্রথম লেগে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হারে ইপিএলের শিরোপাধারীরা।
সান্ডারল্যান্ডের স্টেডিয়াম অব লাইটে দ্বিতীয়ার্ধে 'বিতর্কিত' পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সান্দারল্যান্ডের ফাবিও বরিনি।
প্রথমার্থে শেষ দিকে রায়ান গিগসের আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়া ম্যান ইউকে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরিয়েছিলেন নেমানিয়া ভিদিচ।
উল্লেখ্য, ২০০১ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড।