১২ জানুয়ারি শুরু চার দলের বিসিএল। শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিএলের দুই রাউন্ড খেলবেন ক্রিকেটাররা। এই দুই রাউন্ডকেই অনেক বড় প্রাপ্তি বলছেন ক্রিকেটাররা। অবশ্য এখনো সন্দেহের দোলাচালে দুলছে শ্রীলঙ্কা সিরিজ। আজ-কাল নিশ্চিত হবে দ্বীপরাষ্ট্রের সফর। সিরিজ মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা থাকছে। তারপরও টাইগারদের অন্যতম ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সব ভাবনায় আসন্ন সিরিজ। অবশ্য দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির দ্রুত সমাধানও চেয়েছেন তিনি। আগামী ২৪ জানুয়ারি দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে ঢাকা আসার কথা শ্রীলঙ্কার। সিরিজকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু বিসিএলের জন্য সাময়িকভাবে বাতিল করা হয় ক্যাম্প। এই বাতিলকে স্বাভাবিকভাবেই দেখছেন মাহমুদুল্লাহ, 'ম্যাচ খেলতে পারব, এটা অবশ্যই ইতিবাচক। আশা করি শ্রীলঙ্কা আসবে ইন্শাল্লাহ। তার আগে দুটি ম্যাচ খেলব। এটা ক্রিকেটারদের জন্য অনেক ভালো। কারণ ম্যাচ প্রাকটিসের চেয়ে ভালো কিছু হতে পারে না।' দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কা সিরিজ শঙ্কার বেড়াজালে আটকে পড়েছে। এশিয়া কাপ বাংলাদেশে হবে কিনা, এটা নিয়ে সংশয় ছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সেটা ঠিক হয়ে গেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এশিয়া কাপ হবে বাংলাদেশে। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ নিয়েই এখন ঝামেলায় বিসিবি। রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে আশা মাহমুদুল্লাহর, 'আশা করি শ্রীলঙ্কা আসবে। রাজনৈতিক অস্থিরতারও দ্রুত সমাধান হয়ে যাবে আশা করছি। এশিয়া কাপ আবারও আমাদের এখানে হচ্ছে, এটা আমাদের জন্য ভালো একটি সুযোগ। আমাদের ক্রিকেটপ্রেমীদের জন্যও এটা ভালো সুযোগ। তবে আমাদের চিন্তায় এখন শুধুই শ্রীলঙ্কা সিরিজ। সিরিজকে সামনে রেখেই আমাদের প্রস্তুত করছি।'
গত বছর ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ড্র করেছে টেস্ট সিরিজে। এবার ঘরের মাটিতে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। হোম কন্ডিশনে দল বাড়তি সুবিধা পাবে বলেন মাহমুদুল্লাহ, 'আমরা হোম কন্ডিশনে ভালো খেলেছি। আশা করছি এবারও ভালো খেলব।'