শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিএল নামে একটি প্রস্তুতি টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণীর এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিবে বিসিবি নর্থ, প্রাইম ব্যাংক সাউথ, ইসলামী ব্যাংক ইস্ট ও ওয়ালটন সেন্ট্রাল জোন। টুর্নামেন্টের খেলাগুলো হবে বিকেএসপির ২ ও ৩ নম্বর মাঠে। প্রথম রাউন্ড ১২-১৫ জানুয়ারি এবং দ্বিতীয় রাউন্ড ১৮-২১ জানুয়ারি। টুর্নামেন্টের জন্য চার জোনের স্কোয়াডের নাম ঘোষণা করেছে বিসিবি।
বিসিবি নর্থ জোন : মুশফিক, জুনায়েদ, নাঈম, নাসির, মাইশুকুর, সাবি্বর, মিজানুর, ফরহাদ, সাকলাইন, সাঞ্জামুল, তাইজুল, সোহরাওয়ার্দী, হামিদুল, মুক্তার, শুভাশিষ, মাহামুদুল, দেলোয়ার, জহুরুল ও নাজমুল।
ইসলামী ব্যাংক ইস্ট জোন : মাশরাফি, তামিম, নাফিস, মুমিনুল, নাজিমুদ্দিন, রুম্মন, শফিউল, তাসামুল, জুবায়ের, এনামুল হক, নাবিল, ধীমান, নুর, আলাউদ্দিনু, জাহিদ, মেহেদী, তাপস, ইয়াসিন ও অলক।
প্রাইম ব্যাংক সাউথ জোন : সাকিব, বিজয়, ইমরুল, তাইবুর পারভেজ, সৌম্য, মিথুন, সালমান, ফারুক, রাজ্জাক, জিয়াউর, আল আমিন, রুবেল, রবিউল, মুরাদ, সোহাগ, মনির , রাবি্ব, অপু ও শুভাগত।
ওয়াল্টন সেন্ট্রাল জোন : রিয়াদ, শামসুর, আব্দুল মজিদ, রকিবুল হাসান, শাহরিয়ার নাফিস, রনি তালুকদার, নুরুল হাসান, মোহাম্মাদ ইলিয়াস, আরাফাত সানি, মো. শরীফুল্লাহ, দেওয়ান সাবি্বর, শাহাদাত হোসেন রাজিব, মোহাম্মাদ শরীফ, মো. শোয়েব, তারেক আজিজ, মার্শাল আইয়ুব, সৈকত আলী, সগীর হোসেন পাভেল ও তালহা যুবায়ের।