বিগ ব্যাস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসান। সাকিবের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দল মেলবোর্ন স্টার্সের। দুই দলেরই আজ পঞ্চম ম্যাচ। টানা চার ম্যাচ জিতে মেলবোর্ন স্টার্স পয়েন্ট তালিকার সবার উপরে। সাকিবের স্ট্রাইকার্স চার ম্যাচে দুই জয়ে চতুর্থ স্থানে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে খেলছেন সাকিব। তিন ম্যাচ খেলার জন্য নাম লিখিয়েছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সে। দলের পক্ষে সাকিব প্রথম ম্যাচ খেলেন সিডনি সিক্সার্সের বিপক্ষে। বিগ ব্যাসের অভিষেক ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে। কিন্তু জিতেনি তার দল। হেরে যায় ৬ উইকেটে। ওই ম্যাচে ব্যাট হাতে ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৬ রান। যা ছিল দলীয় সর্বোচ্চ। বোলিংয়ে ৪ ওভারে ২১ রানের খরচে নেন ২ উইকেট।