পর্তুগালের কোচ রুই ক্যাপালো ঢাকা এসেছেন অল্পদিন আগে। এখনো তিনি পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি। এমনকি তার খাওয়াতেও সমস্যা হচ্ছে। অথচ এরই মধ্যে তিনি বুঝে ফেলেছেন বাংলাদেশের ফুটবল কেন এত রুগ্ন দশা। বিশেষ করে সময় যত যাচ্ছে ততই মোহামেডানের পরিবেশ দেখে হতবাক হয়ে যাচ্ছেন। ঢাকা আসার আগে তাকে জানানো হয়েছিল মোহামেডান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। লিগে তাদের সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড হয়েছে। ঢাকায় এসে তাই সংবাদ সম্মেলনে বলেছিলেন, এমন দলের কোচের দায়িত্ব পেয়ে খুশি। একথাও বলেছিলেন, তার চেষ্টা থাকবে মোহামেডানকে ভালো কিছু দেওয়া। অথচ তিনি দায়িত্ব পাওয়ার পরই লিগের প্রথম ম্যাচে মোহামেডান ১-১ গোলে ড্র করেছিল মুক্তিযোদ্ধার সঙ্গে। শেষ মুহূর্তে যদি পেনাল্টি না পেত তাহলে নিশ্চিত হার দিয়ে ঐতিহ্যবাহী ক্লাবের লিগ সূচনা হতো। ক্যাপালো যে কদিন দলকে পর্যবেক্ষণ করেছেন তাতে বুঝতে পেরেছেন খেলোয়াড়দের মান একেবারে খারাপ নয়। ঢাকায় এসে শুনেছেন প্রায় ১০ বছর ধরে মোহামেডান লিগে চ্যাম্পিয়ন হতে পারছে না। ব্যাপারটি তার কাছে অবাকই মনে হয়েছে। কারণ মোহামেডানের মতো দল এতদিন ব্যর্থতার সাগরে হাবুডুবু খাচ্ছে কেন?
পুরো বিষয়টি নিয়ে তিনি বেশ ভেবেছেন। কারণ তার প্রশিক্ষণেও মোহামেডানের যদি ভরাডুবি ঘটে তাহলেতো তারও ইমেজ নষ্ট হবে। যাক ক্যাপালো এখন বুঝতে পেরেছেন ফুটবল বাংলাদেশ ও মোহামেডানের কেন এ অবস্থা। প্রশিক্ষণ করাবেন সেই ধরনের উপযুক্ত মাঠই খুঁজে পাচ্ছেন না। সবচেয়ে বড় কথা পেশাদার লিগ খেলছে অথচ তার ক্লাবের নিজস্ব কোনো মাঠ নেই। প্রশিক্ষণের জন্য যাযাবরের মতো ঘুরে বেড়াতে হয়। শুধু মোহামেডান নয়, শুনেছেন অধিকাংশ ক্লাবেরই নিজস্ব মাঠ নেই। তাই ক্যাপালো নাকি হতবাক হয়ে গেছেন এই অবস্থায় বাংলাদেশে পেশাদার লিগ হয় কীভাবে? যাক অন্য ক্লাবের কথা তিনি মাথায় আনতে চান না। তার চিন্তা মোহামেডানকে ঘিরেই।