ম্যানইউর হার
ম্যানইউতে রায়ান গিগস একজন কিংবদন্তির চেয়েও বেশি কিছু। বুড়ো বয়সেও তিনি রেড ডেভিলদের প্রধানতম অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে ডেভিড ময়েসকে আরও একবার হোঁচট খেতে হলো রায়ান গিগসের কারণেই! ৪০ বছর বয়সী এই ওয়েলশিয়ান তারকা গত মঙ্গলবার আত্মঘাতী গোল করে সান্ডারল্যান্ডকে জয় উপহার দিয়েছেন। সান্ডারল্যান্ডের স্টেডিয়াম অব লাইটে ২-১ গোলে হেরে গেছে ম্যানইউ। টানা তৃতীয় হারের লজ্জা নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছে ডেভিড ময়েসের শিষ্যরা। শনির প্রভাব দূর হচ্ছেই না ম্যানইউর উপর থেকে! কোনো ছন্দই খুঁজে পাচ্ছে ময়েসের ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের কাছে পরাজিত হলো তার দল গত বছরের প্রথম দিনেই। গত রবিবার এফএ কাপে রেড ডেভিলরা হেরেছে সোয়ানসের কাছে। দুদিন পর গত মঙ্গলবার সান্ডারল্যান্ডের কাছেও পরাজিত হলো তারা। তবে এবারের পরাজয়ের জন্য ময়েস রেফারিকে দোষ দিচ্ছেন। তার মতে, রেফারির কারণেই ম্যাচটা হেরেছে ম্যানইউ।
ক্যাচের মূল্য ৫৩ লাখ
ক্রিকেটে রয়েছে নানান পুরস্কার। রয়েছে অর্থের ছড়াছড়ি। ম্যাচ সেরা, সিরিজ সেরা, দর্শনীয় ক্যাচ ধরলে রয়েছে পুরস্কার। কিন্তু গ্যালারিতে বসে ক্যাচ ধরলে অর্থ! তাও আবার দর্শকের জন্য, বিস্ময় জাগানোই সংবাদ। সেটাই হয়েছে হ্যামিল্টনে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে। হ্যামিল্টনের গ্যালারিতে বসে কিয়েরন পোলার্ডের হাঁকানো ছক্কা এক হাতে তালুবন্দী করে ৮৩ হাজার নিউজিল্যান্ড ডলার পুরস্কার জিতেছেন মিচেল মর্টন। ৬৪ টাকা করে বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫৩ লাখ টাকা।
বিশ্বকাপ শীতকালেই!
আলোচনাটা দীর্ঘদিনের। কাতারে বিশ্বকাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। মরুভূমির উত্তপ্ত গরমে বিশ্বকাপ হবে কি করে! এই বিস্ময়ের সমাধানই খুঁজে বেড়াচ্ছে ফিফা। অবশেষে সমাধান এলো, ২০২২ সালে কাতার বিশ্বকাপ শীতকালে হতে হবে। এই নিয়েও বিতর্কের শেষ নেই। তবে শেষ পর্যন্ত শীতকালেই সম্ভবত হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। অন্তত ফিফা জেনারেল সেক্রেটারি জেরোমি ভালকে এমনটিই বলেছেন। রেডিও ফ্রান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভালকে বলেন, 'বিশ্বকাপের তারিখ নিশ্চয়ই (কাতারে) জুন-জুলাইয়ে হবে না। সত্যি কথা বললে, আমি মনে করি নভেম্বরের ১৫ থেকে জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ।'
ছেলেখেলা
হকিতে মোহামেডান নেই বলে আবাহনী ও ঊষার দাপট তুঙ্গে বলা যায। মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে আবাহনী ৮-০ গোলে ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিয়েছিল। গতকালতো পুরান ঢাকার ঊষা ক্রীড়া চক্র গোলের বন্যা বইয়ে দিয়েছে। প্রতিপক্ষ আজাদকে তারা ১৩-১ গোলে পরাজিত করে। প্রথমার্ধেই ঊষা ৬ গোলে এগিয়ে যায়। বিজয়ী দলের চয়ন ৪, জাহিদ, কৃষ্ণ কুমার, কৌশিক ২, বেলাল, সরোয়ার ও তাপস বর্মণ ১টি করে গোল করেন। ৪ মিনিটের মাথায় আজাদ গোল শোধ করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। দুই ম্যাচে আবাহনী ও ঊষা ২১ গোল করাতেই প্রমাণ মিলেছে ক্লাব কাপে দুই দল প্রতিপক্ষদের নিয়ে ছেলেখেলা খেলবে।
চাপ
ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন হকির প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান নাকি মাঠে নামবে। ব্যাপারটি অনেকের কাছে বিস্ময়করই মনে হচ্ছে কারণ তারাতো ঘোষণা দিয়েছে বর্তমান নির্বাচিত কমিটি বিলুপ্তি না হওয়া পর্যন্ত হকি ফেডারেশনের কোনো কর্মসূচিতেই অংশ নেবে না। কিন্তু মোহামেডানকে নাকি মাঠে নামতে বিশেষ চাপ দেওয়া হতে পারে। এ ক্লাবের এক ঊধর্্বতন কর্মকর্তা বিশেষ মহলের সহায়তায় দেশের বৃহৎ এক ফেডারেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এখন সেই মহলই সেই কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন যে কোনো উপায়ে হকি লিগে অংশ নিতে।
আসলামের আশা
আর কিছুদিনের মধ্যে নতুন সরকারের মন্ত্রিপরিষদ গঠন হবে। কে হবেন ক্রীড়া প্রতিমন্ত্রী এ নিয়ে ক্রীড়াঙ্গনে গুঞ্জনের শেষ নেই। তবে জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম আশা করছেন ফুটবল ফেডারেশনের একজন এই দায়িত্ব পাবেন। উল্লেখ্য ১০ম সংসদ নির্বাচনে এবার বাফুফের দুই সহসভাপতি কাজী নাবিল আহমেদ, আরিফ খান জয় ও নির্বাহী সদস্য শামসুল হক আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছেন।