আলভারো নেগ্রেদোর হ্যাটট্রিকে লিগ কাপে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। গতরাতে সেমিফাইনালের প্রথম লেগে ম্যানসিটি নিজেদের ইতিহাদ স্টেডিয়ামে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে।
ম্যাচের ১৩ মিনিটে উদ্বোধনী গোলের পর ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেগ্রেদো। বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে ৩-০ করেন ইয়াইয়া তোরে।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৮ বছর বয়সী তারকা নেগ্রেদো। ম্যাচের এক ঘণ্টা পেরোতেই গায়েল ক্লিচির ক্রস থেকে দলের চতুর্থ গোল করেন এডিন ডেকো। এক মিনিট বাকি থাকতে ওয়েস্ট হ্যামের কফিনে শেষ পেরেক ঠুঁকে দিতে আরেকটি গোল পান তিনি।