দু'মাস চোটের সঙ্গে লড়াই শেষে গতরাতে মাঠে ফিরে লিওনেল মেসি আবারও জানালেন বার্সেলোনাতেই অবসর নেবেন তিনি।
সম্প্রতি বার্সা পরিচালক হাভিয়ের ফাউসের সঙ্গে বিতর্কে জড়ালেও মেসির স্বীকারোক্তি অবসর পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকবেন।
ম্যাচ শেষে তিনি বলেন,'আমার চিন্তাভাবনা এখানেই থাকার এবং বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করার।'