সালমাদের ক্যাম্প
আগামী ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এবারই প্রথম খেলছে টি-২০ বিশ্বকাপে। খেলবে ঘরের মাটিতে। বিশ্বকাপকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে সালমাদের ক্যাম্প। ২০ ক্রিকেটারকে নিয়ে চলা ক্যাম্প চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
পিডব্লিউডির জয়
এক সময়ে ঘরোয়া ফুটবলে আলোচিত দল পিডব্লিউডি কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে। গতকাল তারা ২-০ গোলে সিটিক্লাবকে পরাজিত করে। মহিউদ্দিন ও জগন্নাথ বিজয়ী দলের পক্ষে গোলগুলো করেন। আরেক ম্যাচে পূর্বাচল পরিষদ ৩-০ গোলে দিলকুশাকে হারিয়ে দেয়। লিটন, নিজাম ও সাব্বির গোলগুলো করন।
চুক্তির মেয়াদ বাড়ল
অনেক দিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল, জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। ভক্তদের এই গুঞ্জনে কান না দেওয়ার জন্য জাবি তার টুইটারে রিয়ালে থাকার বিষয়টি নিশ্চিত করেন। এই রিয়াল তারকা লিখেছেন, 'আরও দুই বছর রিয়ালই আমার বাড়ি। এটা বলতেও আমার ভীষণ ভালো লাগছে। এখানে খেলাটাকে আমি খুবই উপভোগ করি। মাদ্রিদ এগিয়ে যাও।' এরপর রিয়াল মাদ্রিদের নিজস্ব ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে জানানো হয়, আলোনসোর সঙ্গে, ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের চুক্তি নবায়ন করা হয়েছে।
টেনশন
প্রতিবারই সৌজন্যমূলক কার্ড নিয়ে বাফুফের কর্মকর্তারা বিশ্বকাপ ফুটবল উপভোগ করেন। এবারও সেই সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন উঠেছে ব্রাজিলে বিশ্বকাপ যাবেন কারা। প্রতিবারই এ নিয়ে কর্মকর্তাদের তর্ক-বিতর্ক তুঙ্গে থাকে। এবারতো পরিবেশ ভিন্ন। এক্ষেত্রে সরকার সমর্থিত কর্মকর্তারা মূলত প্রাধান্য পেয়ে থাকেন। আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করছে। তাছাড়া ফেডারেশনের তিন প্রভাবশালী কর্মকর্তা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কাকে কার্ড দেবে এ নিয়ে নাকি বাফুফের সভাপতি টেনশনে আছেন। বেশি দাবিদার হলে লটারির চিন্তা রয়েছে।