তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজীকে লাঞ্ছিত করেছেন ঢাকার রূপনগর থানার এক এএসআই। এ ঘটনায় অভিযোগ করলে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গতকাল বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপনগর থানার সিভিল টিমের উপ-পরিদর্শক (এসআই) মঈন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওহিদ একটি সাদা মাইক্রোবাসে করে টহল দিচ্ছিলেন। রূপনগর আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের কাছে জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজীর বাসার সামনে তার গাড়িটি পার্ক করা ছিল। এ সময় টহল গাড়িটি সোহাগ গাজীর গাড়িটি সরানোর জন্য বারবার হর্ন দিতে থাকে। একপর্যায়ে পুলিশ সদস্যরা নেমে পিস্তল বের করে সোহাগ গাজীর গাড়িচালককে জোর করে মাইক্রোবাসে তুলতে টানাহেঁচড়া শুরু করেন। এ সময় গোহাগ গাজী বাসা থেকে বের হয়ে এসে এর প্রতিবাদ জানালে এএসআই ওহিদ অস্ত্র বের করে তাকেও জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। টানাহেঁচড়ার একপর্যায়ে এএসআই ওহিদ সোহাগ গাজীকে থাপ্পড় মারেন। ঘটনাস্থলে উপস্থিত আশপাশের লোকজন সোহাগ গাজীর পরিচয় পুলিশকে জানালে এএসআই পাশেই 'জ্ঞানভাণ্ডার' নামে একটি বইয়ের দোকানে সোহাগ গাজীকে নিয়ে গিয়ে হাত ধরে ক্ষমাপ্রার্থনা করেন। ঘটনাটি সোহাগ গাজী রূপনগর ও মিরপুর বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানালে তারা ওই এএসআইকে সিভিল টিম থেকে নামিয়ে দেন এবং সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি পার্কিংয়ের তুচ্ছ ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝি হয়, বিষয়টির মীমাংসা হয়ে গেছে। এ ছাড়া ওই এএসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিরোনাম
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
সোহাগ গাজী লাঞ্ছিত এএসআই বরখাস্ত
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর