অ্যারেনা করিন্থিয়ানস স্টেডিয়াম কর্তৃপক্ষ আজ 'বিউগল' প্রস্তুত করেই রাখবে। কেননা খেলার নির্ধারিত ৯০ মিনিটের পরই যে তা বাজাতেই হবে। বিউগলের করুণ সুরে ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় ঘটবে এক বিশ্বচ্যাম্পিয়নের। তবে ঠিক কোন বিশ্বচ্যাম্পিয়ন আজই বাদ পড়তে যাচ্ছে তা নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন (১৯৩০ ও ১৯৫০ সাল) উরুগুয়ে নাকি ৬৬-র ট্রফি জয়ী দল ইংল্যান্ড!
আজ দুই দলের মুখোমুখি লড়াইয়ে সম্ভাবনাও যেমন সমানে সমান তেমনি শঙ্কাও সমান। হারলেই বিদায়, জিতলেও দ্বিতীয় রাউন্ডের জন্য করতে হবে অপেক্ষা। আর ড্র হলে দুই দলেরই বাদ পড়ার সম্ভাবনা জোরালো হবে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে এর চেয়ে 'মহাগুরুত্বপূর্ণ ম্যাচ' আর হয় না। দুই বিশ্বচ্যাম্পিয়নই আজ পাহাড়সম চাপের বোঝা মাথায় নিয়ে খেলতে নামবে। বিশ্বকাপের পরিসংখ্যান লাতিন পরাশক্তি উরুগুয়ের পক্ষে কথা বললেও সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে ইংলিশরাই। যদিও প্রথম ম্যাচেই দুই দলই পেয়েছে পরাজয়ের তিক্ত স্বাদ। ভালো খেলেও ইংল্যান্ড ২-১ গোলে হেরে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে। আর কোস্টারিয়ার সঙ্গে উরুগুয়ে অঘটনের শিকার হয়েছে ৩-১ গোলে হেরে। প্রথম ম্যাচে উরুগুইয়ানরা খেলেছে যাচ্ছেতাই! এক গোলে এগিয়ে গিয়েও তারা পাত্তা পায়নি কোস্টারিকার কাছে। এক লুইস সুয়ারেজের অভাবই কেউ পূরণ করতে পারেননি। ফোরলান-কাভানি মাঠে ছিলেন ঠিকই, কিন্তু তাদের জুটিটা ভালো হয়নি। বার বার তারা কোস্টারিকার আক্রমণভাগে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। এই দলটিই কিনা গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে এবং বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন_একথা ভাবতেই কষ্ট হয়েছে সমর্থকদের। খেলোয়াড়রা মাঠে ঠিকমতো দৌড়াতেই পাচ্ছিলেন না। খেলায় ছিল না কোনো ছন্দ। তবে এ ম্যাচে ফিরছে কোচ অস্কার তাবারেজের প্রধান অস্ত্রো লুইস সুয়ারেজ। 'বাঁচা মরার ম্যাচ' বলে খেলোয়াড়রাও বাড়তি চাপ নিতে প্রস্তুত। আজ ইংলিশদের হারিয়েই আশা বাঁচিয়ে রাখতে চায় উরুগুয়ে।
অন্যদিকে প্রথম ম্যাচে ভালো খেললেও ইতালির কাছে হারার পর ইংল্যান্ড চাইবে উরুগুয়েকে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখতে।