মাদ্রিদের রয়্যাল প্যালেসের বাইরে হাজারো জনতার সমাবেশ। মুহুর্মুহু চিৎকার ভেসে আসছে; ‘লঙ লিভ দ্যা কিং’। রাজা দীর্ঘজীবী হোন। ষষ্ঠ ফিলিপ স্প্যানিশ সিংহাসনে অভিষিক্ত হয়েছেন গতকাল। রাজার অভিষেকটা মোটেও সুখকর হলো না। লা ফুরিয়া রোজারা আটলান্টিকের ওপার থেকে অভিষিক্ত রাজার জন্য পাঠাল পরাজয়ের পয়গাম!
কিছুটা সংশয় ছিল। টিকি-টাকা ফুটবলের সোনার তারে জঙ ধরেছিল। অর্ধ যুগ ধরে ফুটবলভক্তদের মোহগ্রস্ত করে রাখা পাসিং ফুটবলের তানপুরার তান কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তারপরও ব্রাজিল বিশ্বকাপের টপ ফেবারিট হিসেবে চারটা নাম ছিল; স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানি। মেক্সিকোর সঙ্গে ড্র করলেও ব্রাজিল এখনো ফেবারিটের তালিকায়। জার্মানরা পর্তুগালের বিপক্ষে একটা ম্যাচ খেলেই ফেবারিটের আক্ষরিক অর্থটা পরিষ্কার করেছে। লিওনেল মেসির আর্জেন্টিনা প্রথম ম্যাচে কিছুটা এলোমেলো থাকলেও এখনো ফেবারিটের তালিকাতেই। হতাশ করল কেবল স্পেন! গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত করলেন ক্যাসিয়াসরা!
চ্যাম্পিয়ন দল হিসেবে ঠিক পরের বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইতালি (১৯৫০ ও ২০১০ ), ব্রাজিল (১৯৬৬) এবং ফ্রান্স (২০০২)। ১৯৫০ সালে ইতালিয়ানরা প্রথম ম্যাচটা সুইডেনের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল। ২০১০ সালেও ইতালিয়ানরা চ্যাম্পিয়ন দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। সেবার প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। তবে প্রথম ম্যাচে তারা বুলগেরিয়ার বিপক্ষে জয় পেয়েছিল। ২০০২ সালে ফরাসিরা প্রথম ম্যাচটা সেনেগালের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল। স্পেনই প্রথম চ্যাম্পিয়ন দল যারা প্রথম দুইটা ম্যাচ হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করেছে। একটা বিঁদঘুটে রেকর্ডই সঙ্গী হলো বর্তমান চ্যাম্পিয়নদের!
যে দলটা আটলান্টিকের ওপার থেকে সোনার ট্রফি নিয়ে উচ্ছ্বাস করতে করতে দেশে ফেরার ঘোষণা দিয়েছিল, তারা ফিরছে বিমর্ষ চেহারায়! ক্যাসিয়াসদের এখন হতাশার প্রতীকীই বলা যায়। টিকি-টাকা ফুটবল অতীত স্মৃতি। ২৩ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করেই কফিন নিয়ে স্পেনে ফিরবেন দেল বস্ক। ততোদিনের অপেক্ষা এখন। স্পেনের সব শেষ হয়ে গেল! একটা বিস্ময় তো থেকেই যাচ্ছে। টিকি-টাকার কি সত্যিই মৃত্যু হয়েছে! নাকি আরও উন্নত সংস্করণে এই টিকি-টাকাই ফুটবল বিশ্বে রাজত্ব করতে আসছে! এখন তো গতিশীল ফুটবলের ধারকরাও টিকি-টাকায় অভ্যস্ত হচ্ছে। এমনকি জার্মান ফুটবলেও দেখা যায় টিকি-টাকা! পর্তুগালের বিপক্ষে ম্যাচটাতে গতির সঙ্গে কি স্পেনীয় টিকি-টাকাও ছিল না। চিলিয়ানরা তো টিকি-টাকার উন্নত সংস্করণ দিয়েই স্পেন বধ করেছে। তাহলে টিকি-টাকার মৃত্যু হয়নি! দেল বস্ক কিন্তু এখনো হার মানতে নারাজ।
নতুন রাজার অভিষিক্ত দিনে কাতালুনিয়া আবারও স্বাধীনতার দাবি জানিয়েছে। কাতালান যদি স্বাধীন দেশ হিসেবে নাম লিপিবদ্ধ করে, তবে কাতালান ফুটবলের প্রথম দলে জাভি-ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসরা হবেন প্রথম সেনানি। স্পেনীয় ফুটবলের মেরুদণ্ডটাই ভেঙে যাবে! লা ফুরিয়া রোজার প্রায় পুরো বাহিনীটাই তো কাতালান-প্রডাক্ট! দেল বস্ক কিন্তু আরও ঐক্যবদ্ধ স্পেনের কথা বললেন। দেখা যাক, কফিন থেকে বেরিয়ে স্পেন নতুন কিছু উপহার দিতে পারে কিনা!
শিরোনাম
- মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
- রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও ওয়ান ইলেভেন সৃষ্টি হবে : খোকন
- ইতালি উপকূলে নৌকাডুবিতে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ১৭
- প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো
- সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
- লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি ১৫ হাজার পরিবার
- ২২ বছরে ১১ স্বামীকে খুন, অতঃপর ধরা পড়লেন যেভাবে
- রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- কুয়েতে বিষাক্ত মদ পানে ১০ প্রবাসীর মৃত্যু
- নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাইয়ে কমিটি
- ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৫৮
- ফরিদপুরে ‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা
- ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার
- ৪৬তম বিসিএস পরীক্ষা : ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ কেন্দ্র পরিবর্তন
- মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ফারজানা
- মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
- ঝিনাইদহে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে জখমের অভিযোগ
- ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির
টিকি-টাকা স্পেনের করুণ বিদায়
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর