মাদ্রিদের রয়্যাল প্যালেসের বাইরে হাজারো জনতার সমাবেশ। মুহুর্মুহু চিৎকার ভেসে আসছে; ‘লঙ লিভ দ্যা কিং’। রাজা দীর্ঘজীবী হোন। ষষ্ঠ ফিলিপ স্প্যানিশ সিংহাসনে অভিষিক্ত হয়েছেন গতকাল। রাজার অভিষেকটা মোটেও সুখকর হলো না। লা ফুরিয়া রোজারা আটলান্টিকের ওপার থেকে অভিষিক্ত রাজার জন্য পাঠাল পরাজয়ের পয়গাম!
কিছুটা সংশয় ছিল। টিকি-টাকা ফুটবলের সোনার তারে জঙ ধরেছিল। অর্ধ যুগ ধরে ফুটবলভক্তদের মোহগ্রস্ত করে রাখা পাসিং ফুটবলের তানপুরার তান কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তারপরও ব্রাজিল বিশ্বকাপের টপ ফেবারিট হিসেবে চারটা নাম ছিল; স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানি। মেক্সিকোর সঙ্গে ড্র করলেও ব্রাজিল এখনো ফেবারিটের তালিকায়। জার্মানরা পর্তুগালের বিপক্ষে একটা ম্যাচ খেলেই ফেবারিটের আক্ষরিক অর্থটা পরিষ্কার করেছে। লিওনেল মেসির আর্জেন্টিনা প্রথম ম্যাচে কিছুটা এলোমেলো থাকলেও এখনো ফেবারিটের তালিকাতেই। হতাশ করল কেবল স্পেন! গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত করলেন ক্যাসিয়াসরা!
চ্যাম্পিয়ন দল হিসেবে ঠিক পরের বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইতালি (১৯৫০ ও ২০১০ ), ব্রাজিল (১৯৬৬) এবং ফ্রান্স (২০০২)। ১৯৫০ সালে ইতালিয়ানরা প্রথম ম্যাচটা সুইডেনের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল। ২০১০ সালেও ইতালিয়ানরা চ্যাম্পিয়ন দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। সেবার প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। তবে প্রথম ম্যাচে তারা বুলগেরিয়ার বিপক্ষে জয় পেয়েছিল। ২০০২ সালে ফরাসিরা প্রথম ম্যাচটা সেনেগালের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল। স্পেনই প্রথম চ্যাম্পিয়ন দল যারা প্রথম দুইটা ম্যাচ হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করেছে। একটা বিঁদঘুটে রেকর্ডই সঙ্গী হলো বর্তমান চ্যাম্পিয়নদের!
যে দলটা আটলান্টিকের ওপার থেকে সোনার ট্রফি নিয়ে উচ্ছ্বাস করতে করতে দেশে ফেরার ঘোষণা দিয়েছিল, তারা ফিরছে বিমর্ষ চেহারায়! ক্যাসিয়াসদের এখন হতাশার প্রতীকীই বলা যায়। টিকি-টাকা ফুটবল অতীত স্মৃতি। ২৩ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করেই কফিন নিয়ে স্পেনে ফিরবেন দেল বস্ক। ততোদিনের অপেক্ষা এখন। স্পেনের সব শেষ হয়ে গেল! একটা বিস্ময় তো থেকেই যাচ্ছে। টিকি-টাকার কি সত্যিই মৃত্যু হয়েছে! নাকি আরও উন্নত সংস্করণে এই টিকি-টাকাই ফুটবল বিশ্বে রাজত্ব করতে আসছে! এখন তো গতিশীল ফুটবলের ধারকরাও টিকি-টাকায় অভ্যস্ত হচ্ছে। এমনকি জার্মান ফুটবলেও দেখা যায় টিকি-টাকা! পর্তুগালের বিপক্ষে ম্যাচটাতে গতির সঙ্গে কি স্পেনীয় টিকি-টাকাও ছিল না। চিলিয়ানরা তো টিকি-টাকার উন্নত সংস্করণ দিয়েই স্পেন বধ করেছে। তাহলে টিকি-টাকার মৃত্যু হয়নি! দেল বস্ক কিন্তু এখনো হার মানতে নারাজ।
নতুন রাজার অভিষিক্ত দিনে কাতালুনিয়া আবারও স্বাধীনতার দাবি জানিয়েছে। কাতালান যদি স্বাধীন দেশ হিসেবে নাম লিপিবদ্ধ করে, তবে কাতালান ফুটবলের প্রথম দলে জাভি-ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসরা হবেন প্রথম সেনানি। স্পেনীয় ফুটবলের মেরুদণ্ডটাই ভেঙে যাবে! লা ফুরিয়া রোজার প্রায় পুরো বাহিনীটাই তো কাতালান-প্রডাক্ট! দেল বস্ক কিন্তু আরও ঐক্যবদ্ধ স্পেনের কথা বললেন। দেখা যাক, কফিন থেকে বেরিয়ে স্পেন নতুন কিছু উপহার দিতে পারে কিনা!
শিরোনাম
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
- বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
- সুন্দরবনে মহাবিপন্ন বাটাগুর বাসকা কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম
- পাকিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯
- পেহেলগাঁও ইস্যু, আন্তর্জাতিক তদন্তে ব্রিটেনকে যুক্ত হওয়ার আহ্বান পাকিস্তান প্রধানমন্ত্রীর
- পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১
- স্পেনে চলচ্চিত্র ও মিডিয়ার ৬০ শতাংশ নারী যৌন নিপীড়নের শিকার
- কুমারখালীতে নিষিদ্ধ জাল বিনষ্ট, জেলেকে জরিমানা
টিকি-টাকা স্পেনের করুণ বিদায়
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর