সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল টেনিস তারকার স্তনদ্বয়। কিন্তু তার পর তিনি যা পদক্ষেপ নিলেন তা দেখে অনেক খেলোয়াড়েরই হয়তো চোখ কপালে উঠেছে। তিনি হলেন সিমোনা হালেপ। চলতি উইম্বলডন চ্যাম্পিয়নশিপের চতুর্থ বাছাই এ টেনিস তারকা। সাফল্যের জন্য নিজের ব্রেস্ট ছোট করার সার্জারি করিয়েছেন ২২ বছরের এই টেনিস খেলোয়াড়। উল্লেখ্য, বিশ্ব র্যাংকিংয়ে বর্তমানে তার অবস্থান চলতি বছর ফ্রেঞ্চ ওপেনজয়ী রাশিয়ার মারিয়া শারাপোভারও ওপরে।
ব্রেস্ট ছোট করার অপারেশনের পর উইম্বলডনের এক ম্যাচে সিমোনা যখন খেলতে নামেন তখন এক ধারাভাষ্যকার বর্ণনা করেছিলেন, 'তিনি আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী এবং তার স্ট্রোক এখন আগের তুলনায় কম বাধার সম্মুখীন হয় কারণ তার সেই প্রতিবন্ধকতা [ব্রেস্ট অাকারে বড়] এখন কমে গিয়েছে।'
২২ বছর বয়সী এই রোমানিয়ন টেনিস খেলোয়াড় গত বছর ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে এবং জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন।
সিমোনার নতুন কোচ ইউম ফিসেটে জানান, ব্রেস্ট কমানোর পদক্ষেপটা ছিল 'তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।' তিনি অারো বলেন, 'আমি মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত। আমি তাকে এরপর থেকে দেখিনি, কিন্তু তার কয়েকটি ছবি দেখেছি। সে সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলে আমি মনে করি। তাই সে জনপ্রিয়। আশা করছি সে গ্র্যান্ড স্ল্যাম জিতবে। তারপর সকলে তার সেই জয়ের প্রসঙ্গে কথা বলবে, অন্য ব্যাপারে নয়।'
অস্ত্রোপচারের সময়ে সিমোনা বলেছিলেন, 'আমার দৈনন্দিন জীবনে আমি তা পছন্দ করতাম না। আমি খেলোয়াড় না হলেও সার্জারি করাতাম।'
র্যাংঙ্কিংয়ের ক্ষেত্রে চারের পাতা থেকে প্রথম পাতায় আসার স্বপ্ন দেখেছিলেন সিমোনা। আর এখন স্বপ্ন দেখেন তিন নম্বর খেলোয়াড় থেকে দ্বিতীয় বা শীর্ষ খেলোয়াড় হওয়ার। তিনি বলেন, 'কয়েক বছর আগে ইন্টারনেটে আমার র্যাংঙ্কিং দেখছিলাম। তখন দেখি আমি চতুর্থ পাতায় আছি। কিন্তু প্রথম পাতায় আসাই আমার স্বপ্ন ছিল। এখন আমি সেখানে রয়েছি। আমি এই মুহূর্তটি খুব উপভোগ করছি। তবে আমি খেলায় আরো উন্নতি আনার চেষ্টা করছি। এবার দ্বিতীয় অথবা প্রথম স্থান দখল করতে চাই।