এক বছর পর আবারও জাতীয় দলে ডাক পেলেন ব্রাজিলের স্ট্রাইকার রবিনহো। আগামী মাসেই ইকুয়েডর ও কলম্বিয়ার বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে দুঙ্গার ব্রাজিল৷ সেই দলের জন্যই রোবিনহোকে ডেকে নিয়েছেন কোচ।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্কের পরিবর্তে দলে এসেছেন রবিনহো। বাঁ-থাইয়ের চোটে দল থেকে ছিটকে গিয়েছেন হাল্ক। ফলে রবিনহোর সামনে আরও একবার দেশের জার্সিতে খেলার সুযোগ আসলো। ৩০ বছর বয়সি রবিনহো ২০১৩ সালে শেষ বার সাবেক কোচ লুই ফিলিপ স্কোলারির কোচিংয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন। যদিও ব্রাজিল বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখেনি স্কোলারি্ স্কোলারির পর ব্রাজিল দলের দায়িত্বে এসেছেন সাবেক ব্রাজিলের খেলোযাড় ও কোচ দুঙ্গা। এসেই ভাগ্য খুলতে চলেছে রবিনহোর ফের শিঁকে ছিড়তে চলেছে। ২০১০ বিশ্বকাপে দুঙ্গার কোচিংয়েই জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন রোবিনহো।