পোলার আইসক্রিম ২২তম স্কুল হ্যান্ডবল কোর্টে গড়িয়েছে। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় শহীদ নবী হাইস্কুল ৫-২ গোলে মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। বালিকা বিভাগেও তারা সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলকে হারিয়ে দেয়। এদিকে স্কলাসটিকা গোলের বন্যা বইয়ে দিয়েছে। ১৯-০ গোলে তারা শহীদ রমিজউদ্দিন স্কুলকে হারিয়ে দেয়। প্রথমার্ধে বিজয়ী দল ৭-০ গোলে এগিয়েছিল। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে কেএম তৌহিদুজ্জামান পরিচালক পোলার আইসক্রিম। ফেডারেশন সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর এ সময় উপস্থিত ছিলেন।