গত রাতেই অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা-জার্মানি প্রীতিম্যাচ। এই ম্যাচে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালে তার নেতৃত্বেই জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টাইনরা। প্রীতিম্যাচে মেসি না থাকায় আর্জেন্টাইন মিডিয়ায় গুজব রটেছে, তিনি নাকি অবসরে যাচ্ছেন। জার্মানির বিপক্ষে খেলতে না পারার কারণ হিসেবে জেরার্ডো মার্টিনো বলেছিলেন, মেসির উরুতে সমস্যা থাকায় তিনি ম্যাচে অংশ নিতে পারছেন না। তবে আর্জেন্টাইনদের মধ্যে খবর ছড়িয়েছে, মেসি অবসরে যাচ্ছেন। এই খবর সত্যি নয় বলে জানিয়েছে গোল ডট কম। সত্যিটা হচ্ছে, কাতালান ক্লাব থেকে নাকি মেসি অনুমতি পাননি ডুসেলডর্ফে আর্জেন্টাইন দলে যোগ দেওয়ার জন্য। তাছাড়া জার্মানির বিপক্ষে মেসি তেমন সফল নন বলেও নাকি তিনি দলে যোগ দেননি। তবে মেসির অবসরের গুজবটা আর্জেন্টিনায় ভালোভাবেই ছড়িয়েছে।