জয় দিয়েই ইংল্যান্ডের অধিনায়কত্ব শুরু করেছেন ওয়েন রুনি। গতকাল বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতিম্যাচে রুনির একমাত্র গোলে নরওয়েকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে রুনি এ জয়সূচক গোলটি করেন।
ব্রাজিল বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলার মিশনে মাঠে নামে ইংল্যান্ড। কিন্তু রয় হডজসনের দলের পারফরম্যান্স ঠিক যেন কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারেনি। নরওয়ের বিপক্ষে খুব একটা গোছানো ফুটবল উপহার দিতে পারেনি ইংল্যান্ড। ম্যাচে গোলের সুযোগ পেয়েছে দুই দলই। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা হতাশ করেছে দল দুটিকে। আক্রমণ-পাল্টা আক্রমণের ধারায় নিজেদের ডি-বক্সে ইংল্যান্ডের রাহিম স্টারলিংকে ফাউল করেন নরওয়ের ওমর অ্যালেবদেল্লাউই। এতে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে ইংল্যান্ডকে জয় উপহার দেন সম্প্রতি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়কের আর্মব্যান্ড পরা রুনি।
অবশ্য জিতলেও দলের পারফরম্যান্সে খুশি হতে পারেননি ইংলিশরা। বিশেষ করে ব্রিটিশ মিডিয়াগুলোতে কোচ রয় হডজসন ও ওয়েন রুনির সমালোচনা প্রকাশ পেয়েছে। দলের এমন পারফরম্যান্সে আসন্ন ইউরো-২০১৬ এর বাছাইপর্বে ইংল্যান্ড সফল হতে পারবে কিনা- এমন আশঙ্কাও প্রকাশ করেছেন ইংলিশরা।