রিয়াল মাদ্রিদে নতুন চুক্তি করা জেমস রদ্রিগেজ জানিয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক।
কলম্বিয়ান তারকা এ মৌসুমে মোনাকো থেকে মাদ্রিদে যোগ দিয়েছেন। যদিও রোনালদোর সঙ্গে তার খুব বেশি গভীর সম্পর্ক গড়ে উঠেনি, তবে তিনি জানান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার সঙ্গে তার ভালই সখ্য গড়ে উঠেছে।
রদ্রিগেজ বলেন, ‘আমার সঙ্গে রোনালদোর দারুন সম্পর্ক। আর আমি আশা করি আমরা এক সঙ্গে অনেকদিন খেলতে পারব।’
রদ্রিগেজ আরো জানান, মাদ্রিদের প্রত্যেকটি ফুটবলার খুবই বিনয়ী ও ভদ্র। আর তিনি কার্লো আনচেলত্তির অধীনে যে কোন পজিশনে খেলতে প্রস্তুত।
তিনি বলেন, ‘এখানের খেলোয়াড়রা খুবই নম্র। আমি মনে করি নম্র হয়েছে বলেই তারা এই ক্লাবে। আর তারা সবাই বিশ্বের সেরা ফুটবলার। কোচ আমাকে যে পজিশনে খেলাতে চায় আমি সেখানেই খুশি।’