একে একে প্রেস কনফারেন্স রুমে প্রবেশ করলেন খেলোয়াড়রা। সবশেষে কোচ নাভিদ আলম। খেলোয়াড়দের গায়ে লাল টি-শার্ট। মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ড। প্রথম দিনই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ওয়ার্ল্ড হকি লিগে অংশগ্রহণ করছে হংকং। শেষ ম্যাচে রবিবার তারা লাল-সবুজদের মুখোমুখি হবে। দুই ম্যাচের জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের পাকিস্তানি কোচ নাভিদ আলম। ইনজুরির কারণে সাবি্বর রানা ও পরীক্ষা থাকায় নান্নু এবার দলের সঙ্গে থাকতে পারছেন না। দুই মিডফিল্ডারের অনুপস্থিতি কোনো সমস্যার কারণ হবে কিনা- এমন প্রশ্নের জবাবে নাভিদ আলম বলেছেন, 'হকি তো আর একজনের খেলা নয়। এখানে ভালো করতে হলে দলীয়ভাবে ভালো করতে হবে। তবে এই লিগে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, এশিয়ান গেমসে ভালো করা। তাই এই টুর্নামেন্টকে আমরা এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই নিয়েছি।' ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ড মোট নয় দেশে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে অংশ নিচ্ছে তিন দেশ। আফগানিস্তানেরও আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আর আসেনি। এই তিন দলের মধ্যে চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে।
ওয়ার্ল্ড হকি লিগকে কেন্দ্র করে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল হকি ফেডারেশন। সেখানে খেলোয়াড়, কোচ ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক ১০ লাখ টাকার চেক হকি ফেডারেশনের কাছে হস্তান্তর করে।