নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের সাঁতারু মুক্তিযোদ্ধা খিতিশ চন্দ্র বৈশ্য (৬৪) পুকুরে টানা ২৪ ঘণ্টা সাঁতার কেটেছেন। বুধবার দুপুর ১ টায় শুরু করে গতকাল দুপুর ১ টায় তার ২৪ ঘণ্টা সাঁতার শেষ হয়।
সাঁতারু খিতিশ চন্দ্র বৈশ্য ঢাকা জগন্নাথ কলেজের পুকুরে ১৯৭৬ সালে ১০৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কেটে দেশের সেরা রেকর্ড গড়েন। এছাড়া দশের বিভিন্ন স্থানে তিনি সাঁতার কেটে রেকর্ড করেছেন। বুধবার থেকে শুরু করে টানা ২৪ ঘণ্টা সাঁতার কেটে এবারও তিনি রেকর্ড গড়লেন। নেত্রকোনা শরীর চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র চক্রবর্তী জানান, সুস্থ দেহ সুন্দর মন, সে কারণেই প্রতিটি মানুষকে নিয়মিত শরীর চার্চা করা প্রয়োজন। তিনি জানান, মানুষের মধ্যে যাতে শরীর চর্চার আগ্রহবোধ জন্মে সে জন্য নেত্রকোনা শরীর চর্চা কেন্দ্র ও স্টেডিয়াম যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।
সাঁতার শেষে সাতরু খিতিশ চন্দ্র বৈশ্যের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
খিতিশ চন্দ্র বৈশ্য জানান, তার সাতার দেখে শিক্ষার্থীসহ নতুন প্রজন্ম যদি সাঁতার বা খেলাধূলার প্রতি উৎসাহিত হয় তবেই তার এই সাঁতার আয়োজন সার্থক হবে।