প্রায় ৩০ ঘণ্টা ভ্রমণ শেষে পরশু রাতে বার্বাডোজ পৌঁছান বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানি। টেস্ট সিরিজের জন্য সানিকে হঠাৎ করেই ঢেকে পাঠান টিম ম্যানেজম্যান্ট। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দলের সঙ্গে যোগ দিলেও আজ থেকে শুরু প্রথম টেস্টে খেলা হচ্ছে না এই বাঁ হাতি স্পিনারের। ইলিয়াস না খেললেও সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আরনেস ভেলে অভিষেক হতে যাচ্ছে আরেক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের। অভিষেক হচ্ছে ব্যাটসম্যান কাম অফ স্পিনার শুভাগত হোমেরও।
ওয়ানডে সিরিজের মাঝপথেই দেশ থেকে ঢেকে আনা হয় তাইজুলকে। টি-২০ ম্যাচে খেলার সম্ভাবনা ছিল এই বাঁ হাতি স্পিনারের। গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ৫৫ উইকেট নেওয়া তাইজুলের খেলা হয়নি টি-২০ ম্যাচ। আজ তার অভিষেকের বিষয়টি মোটামুটি নিশ্চিত। আজকের ম্যাচ নিয়ে কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও অধিনায়ক মুশফিকুর রহিম এখনো একাদশ ঠিক করেননি। না করলেও বিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজকের টেস্টে অভিষেক হচ্ছে দুজনের। তাদের একজন তাইজুল এবং অন্যজন শুভাগত হোম। একাদশ সাজানো হচ্ছে দুই পেসার দিয়ে। বসে থাকতে পারেন টেস্টে তিন সেঞ্চুরি হাঁকানো মুমিনুল হক সৌরভ। ওয়ানডে সিরিজ এবং প্রস্তুতি ম্যাচে রান না পেলেও আজ খেলার সম্ভাবনা রয়েছে বাঁ হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েশের। কায়েশকে খেলানো হতে পারে ওয়ান ডাউনে। তিন দিনের প্রস্তুতি ম্যাচে সেন্ট ভিনসেন্টের বিপক্ষে বোলিং করেছিলেন তাইজুল। ৩১ ওভারের স্পেলে ১০৯ রানের খরচে নিয়েছেন ৩ উইকেট। পারফরম্যান্সই তাকে জায়গা করে দিচ্ছে একাদশে। শুভাগত ব্যাট হাতে প্রথম ইনিংসে ৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১ রানে। বোলিংয়ে ১৭ ওভারের স্পেলে ৪৮ রানের খরচে নিয়েছিলেন ৩ উইকেট। সব মিলিয়ে তাইজুলের মতোই নিশ্চিত তার অভিষেক। তাকে মিডল অর্ডারে খেলানো হতে পারে। একাদশে দুই পেসারের মধ্যে লড়াই হচ্ছে চারজনের।
সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েশ, মুমিনুল হক/শামসুর রহমান শুভ, মুশফিকুর রহিম, শুভাগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন. তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও আল-আমিন।