কয়েকদিন পর শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। ইন্ডিয়ান সুপার লিগে নাম লিখেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার জিকো। 'সাদা পেলে' খ্যাত জিকো যোগ দিয়েছেন গোয়ার কোচ হিসেবে। আনুষ্ঠানিকভাবে জিকোর নাম ঘোষণা করেছে ক্লাবটির কর্মকর্তারা। ৬১ বছর বয়সী জিকো ব্রাজিলের পক্ষে ১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল খেলেন। খেলা ছাড়ার পর ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী ছিলেন জিকো।