ত্রি-দেশীয় সিরিজে জিম্বাবুয়ের বোলার শেন উইলিয়ামসের বলে ৩৬ রানে বোল্ড হওয়ার পরই দ. আফ্রিকার ব্যাটসম্যান রিলে রুশো একদিক দিয়ে ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের পাশে গিয়ে বসেছেন। মাত্র তিন নম্বর ওয়ানডে ম্যাচে নামা প্রোটিয়া ব্যাটসম্যান রুশো প্রথম দুই ম্যাচে শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন। নিজের তৃতীয় ম্যাচে করেন ৩৬ রান। কাকতালীয়ভাবে এ স্কোরগুলোই করেছিলেন শচীন।
আরও মজার ব্যাপার হল দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে রান আসে তৃতীয় ওয়ানডেতে। আর তারা দুজনই একই সংখ্যক ৩৯ টি বল মোকাবিলা করে বোল্ড আউট হয়েছেন।