প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরেছে ২০১০ সালের বিশ্বকাপ শিরোপা জয়ী স্পেন।
ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি ফ্রান্স ও স্পেন। তবে পরের অর্ধে ঠিকই গোল আদায় করে নিয়েছে ফ্রান্স। রেফারির শেষ বাঁশি বাজার ১৭ মিনিট আগে স্পেনের জালে বল পাঠিয়েছেন রেমি। ইংলিশ ক্লাব কিউপিআর থেকে এই মৌসুমে হোসে মরিনহোর দল চেলসিতে যোগ দিয়েছেন তিনি।
রেমির গোলেই তৃপ্তির ঢেকুর তুলেছেন ফ্রান্স কোচ দেশম। আর পরাজয়ের কষ্ট নিয়ে মাঠ ছেড়েছেন স্পেনের অভিজ্ঞ কোচ বস্ক।
এদিকে জয় পেয়েছে ইতালি ও সুইডেন। ইতালি ২-০ গোলে নেদারল্যান্ডাসকে এবং সুইডেন একই ব্যবধানে জিতেছে এস্তোনিয়ার বিপক্ষে। সুইডেনের পক্ষে জোড়া গোল করে দেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ গোলের রেকর্ড গড়েছেন ইব্রাহিমোভিচ। এর আগে সুইডেনের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রেইডেল (৪৯ গোল)। ৮২ বছর পর তার রেকর্ড ভেঙে দিয়েছেন ইব্রা।