রেকর্ড ১৭টি গ্রান্ড স্ল্যাম জয়ী সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরার ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন। ফরাসি তারকা গায়েল মংফিসকে হারিয়ে ফেদেরার টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেন। সাদামাটা নয়, বেশ লড়াই করেই ম্যাচটি জিততে হয়েছে ফেদেরারকে। ম্যাচের প্রথম দুই সেট হেরে অনেকটা বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিলেন সুইস এ তারকা। তৃতীয় ও চতুর্থ সেট জিতে শেষ পর্যন্ত লড়াইয়ে ফেরেন তিনি। শেষ পর্যন্ত পঞ্চম শেষ সেট জিতে ম্যাচ জয় নিশ্চিত করের ফেদেরার। খবর বিবিসির
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে অনুষ্ঠিত রাতের নাটকীয় এ ম্যাচে ফেদেরার মংফিসের বিরুদ্ধে ৪-৬, ৩-৬, ৬-৪, ৭-৫, ৬-২ গেমে জয় পান।
এদিকে, আরেক কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মার্টিন সিলিক চেক রিপাবলিকের টমাস বারদিচকে হারিয়ে টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে পৌঁছেন। সিলিক টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই বারদিচকে সরাসরি সেটে ৬-২, ৬-৪, ৭-৬ গেমে হারান।
১৮তম গ্রান্ড স্ল্যাম শিরোপা ও ষষ্ঠ ইউএস ওপেন শিরোপা জয়ের লক্ষ্যে দ্বিতীয় বাছাই ফেদেরার সেমিফাইনালে ১৪তম বাছাই মার্টিন সিলিকের মুখোমুখি হচ্ছেন। আগামীকাল তাদের মধ্যকার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অপরদিকে, টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারেকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে জোকোভিচ মারেকে ৭-৬, ৬-৭, ৬-২, ৬-৪ গেমে হারান। টুর্নামেন্টের অপর সেমিফাইনালে বিশ্বের এক নাম্বার এ সার্বিয়ান খেলোয়াড় ১০ম বাছাই জাপানের কেই নিশিকোরির বিরুদ্ধে আজ খেলবেন।