পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পারফর্রম্যান্স নিয়ে চিন্তিত প্রধান নির্বাচক ও ম্যানেজার মঈন খান। সম্প্রতি স্বাগতিক শ্রীলঙ্কা কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে হার তার এ চিন্তার মূল কারণ। ক্রিকেট বোর্ড (পিসিবি)’র চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমনটায় জানালেন মঈন খান।
মঈন খান জানান, ‘বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। তাই শ্রীলঙ্কার কাছে হার নিঃসন্দেহে প্রভাব ফেলবে ক্রিকেটারদের ওপর। এ জন্য তাদের মনোবল চাঙ্গা করতে যা যা দরকার তার সব কিছুই করা হবে।’
বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে অক্টোবর থেকে ডিসেম্বরে মাঠে নামবে পাকিস্তান। এই সিরিজের আগে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলে প্রধান নির্বাচক। বলেছেন, ‘যারা ফর্মহীন তাদের সর্তক হতে হবে। বুঝতে পারছি সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পরবর্তী সিরিজের আগে অবশ্যই উন্নতি করতে হবে।’
অধিনায়ক মিসবাহ উল হকের পারফর্ম ভাল হচ্ছে না বিষয়টা স্বীকার করলেও নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মঈন। তার মতে, দীর্ঘদিন পর মিসবাহর সময়টা ভাল যাচ্ছে না। যদিও তার অতীতের পারফরমেন্স খুবই ভাল। দলের বিপদে সময়ই হাল ধরেছে মিসবাহ।’