ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় সফরকারি বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমেছেন ক্রিস গেইল ও ক্রেইগ ব্রেথওয়েট। ৪ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ১৩/০।
ক্রিস গেইল ৯ এবং ক্রেইগ ব্রেথওয়েট ৪ রানে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম এবং শুভাগত হোমের টেস্ট অভিষেক ঘটে এদিন।
দুই দলের খেলোয়াড়রা হলেন:
ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, ক্রেইগ ব্রেথওয়েট, কার্ক এডওয়ার্ডস, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, ব্ল্যাকউড, দিনেশ রামদিন (অধিনায়ক/উইকেটরক্ষক), কেমার রোচ, জেরোমি টেইলর, সুলেমান বেন ও সাননন গ্যাব্রিয়েল।
বাংলাদেশ: তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), মাহামুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, শুভাগত হোম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন।