শেষ মুহূর্তে চরম নাটকীয় অবস্থা! নির্ধারিত সময়ের খেলা শেষ। অথচ একের পর এক পেনাল্টি কর্নার পাচ্ছে শ্রীলঙ্কা। টানা তিনটি পেনাল্টি কর্নারের পর সফরকারীরা পেয়ে যায় পেনাল্টি স্ট্রোক। ফুটবলের ভাষায় যা পেনাল্টি! নিশ্চিত গোলের সুযোগ, আর গোল হলেই সমতা। শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি। গ্যালারিতে থাকা কয়েক'শ দর্শকের হার্টবিট ততক্ষণে স্তব্ধ হওয়ার দশা! কিন্তু লাহিরু ওয়েরাসুরিয়ার নেওয়া পেনাল্টি স্ট্রোকটি দৃঢ়তার সঙ্গে আটকে দিলেন গোলরক্ষক অসীম গোপী। সঙ্গে সঙ্গেই বাঁধ ভাঙ্গা উল্লাস। অসীম গোপীর অসাধারণ কৃতিত্বেই ওয়ার্ল্ড হকি লিগের প্রথম ম্যাচে ৩-২ গোলে জিতে গেল বাংলাদেশ। সে সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার পথেও এগিয়ে গেল এক ধাপ। রবিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের।
কিন্তু এমন জয়ে মোটেও সন্তুষ্ট হতে পারেননি দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম। শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে জিততে হলো ভাগ্যের সহায়তায়। ম্যাচ শেষে কোচ বলেন, 'জয়ে আমি খুশি হয়েছি একথা বলব না। কেননা আশা করেছিলাম অন্তত ৭-৮টা গোল হবে। আমাদের ফিনিশিংয়ে অনেক দুর্বলতা রয়েছে। মাঝমাঠ ও ডিফেন্সও ভালো খেলতে পারেনি। তবে এটাও ঠিক, বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা সব সময়ই দুর্দান্ত খেলে। আর আমাদের খেলোয়াড় নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। আমার বিশ্বাস ছিল, নিজেদের সামর্থ্যের ৭০ ভাগ খেলতে পারলে জয়টা আরও বড় ব্যবধানে আসত।
কাল মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তো মাঠে খুঁজেই পাওয়া যায়নি লাল-সবুজদের। এগিয়ে গিয়ে অনেকটা রিল্যাক্স মুডে খেলতে থাকেন চয়নরা। আর এ সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে লঙ্কানরা। কিন্তু দুর্দান্ত দাপটের সঙ্গে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক অসীম। কোচের ভাষায়, 'বাংলাদেশ অন্তত ৫ গোল খেতে পারত। কিন্তু অসীম ছিল বলেই রক্ষা।' তাই ম্যাচ সেরাও যে অসীমই হবেন তা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরেও এই কৃতিত্ব সবার বলে জানালেন বাংলাদেশের গোলরক্ষক, 'একা তো আর একটি দলকে জিতিয়ে দেওয়া যায় না। সবাই চেষ্টা করেছে। হয়তো ছোটখাটো কিছু ভুল হয়েছে।' কাল বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের ৩ মিনিটেই গোল পায় বাংলাদেশ।
ডানপ্রান্ত দিয়ে স্ট্রাইকিং সারকেল থেকে ইরফানুল হকের হিটে স্ট্রিক ছুঁইয়ে বলের গতি পরিবর্তন করে দিয়েছেন হাসান যুবায়ের। শ্রীলঙ্কার গোলরক্ষক আমিলা রত্নাশ্রী কোনো কিছু বুঝে ওঠার আগেই বল জালে, এগিয়ে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল পরিশোধ শ্রীলঙ্কার সাদারুয়ান প্রিয়লঙ্কা। ২৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে ফের এগিয়ে দিয়েছেন কৃষ্ণ কুমার। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন খোরশেদ।