আগামী অক্টোবরে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে জিম্বাবুয়ে। তার আগে ১০ সেপ্টেম্বর আসছে জিম্বাবুয়ে 'এ'। সফরে দলটি বাংলাদেশ 'এ'র বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে। আফ্রিকান দেশটির বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে জায়গা হয়নি অভিজ্ঞ শাহরিয়ার নাফিসের। জায়গা পেয়েছেন রাকিবুল হাসান, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব ও শাহাদাত হোসেন রাজিবের মতো টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। দলে জায়গা পেয়েছেন তিন তরুণ প্রতিশ্রুতিশীল ক্রিকেটার লিটন দাস, সাদমান ইসলাম ও তরুণ লেগ স্পিনার জোবায়ের হোসেন। তবে অধিনায়কের নাম ঘোষণা করেনি এখনো। সফরে জিম্বাবুয়ে 'এ' ১৪-১৭ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচ কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় চারদিনের ম্যাচ ফতুল্লায় ২১-২৪ সেপ্টেম্বর। ২৭, ২৯ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন ওয়ানডের ভেন্যু ফতুল্লা স্টেডিয়ামে।
প্রথম ম্যাচের স্কোয়াড: লিটন কুমার দাস, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, রকিবুল ইসলাম, সাব্বির রহমান রুম্মন, নাঈম ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), কামরুল ইসলাম রাব্বি, জোবায়ের হোসেন, সাকলাইন সজীব, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলী।