ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো ভারতীয় ফুটবলে আসতে পারেন। এমন খবর ছড়িয়ে পরেছে পুরো ভারতে। চেন্নাই টাইটানের পক্ষ থেকে প্রস্তাব এসেছে রোনালদিনহোর এজেন্টের কাছে। স্কাই স্পোর্টসকে এমন তথ্যই জানিয়েছে এজেন্ট। তবে ইংলিশ ফুটবলের কনফারেন্স লিগের ক্লাব বেসিংস্টোক টাউন থেকেও প্রস্তাব এসেছে রোনালদিনহোর কাছে। এখন দেখার বিষয় ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা কোন লিগগে বেছে নেন। ইন্ডিয়ান সুপার লিগের বয়স মাত্র এক বছর। আগামী অক্টোবরে প্রথম মৌসুম শুরু হবে। আটটা দল খেলবে এই লিগে। এর মধ্যে বিশ্ব ব্যাপী তারকা ফুটবলারদের নিয়ে আসার জন্য বিরাট বাজেটের ব্যবস্থাও করেছে ক্লাবগুলো। ভারতীয় ক্রিকেটে অনেক অর্থের সমাগম। ফুটবলেও অর্থের ছড়াছড়ি হতে পারে। দেখা যাক, চেন্নাই টাইটানের আহ্বানে ভারতে আসেন কিনা রোনালদিনহো।